কুলাউড়ায় মাওলানা সাতির খাঁন র.ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্টিত

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া ভাটেরা ইউনিয়ন শাখার যৌথ উদ্যোগে ২৫ অক্টোবর রবিবার ইউনিয়ন তালামীযের কার্যালয়ে
ভাটেরা ইউনিয়ন আল ইসলাহ’র সাবেক সভাপতি কাজী মাওলানা শাতির খাঁন (রহঃ) এর এর দ্বিতীয় ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ।

ভাটেরা ইউনিয়ন আল ইসলাহ’র সাধারণ সম্পাদক হাফিজ হিফজুর রহমান সিদ্দিকী সাহেবের সভাপতিত্বে, ইউনিয়ন তালামীযের সভাপতি নাঈম হোসেন ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া পৌর আল ইসলাহ’র সভাপতি কাজী মাওলানা ফখরুল ইসলাম, উপজেলা আল ইসলাহ’র সহ সাধারন সম্পাদক কাজী মাওলানা এহসানুল মাহবুব জাকির, ভাটেরা স্টেশন বাজার বণিক সমিতির সভাপতি আকমল হোসেন তালুকদার, উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক ইসমাইল হাসান শাকিল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী মাওলানা শাতির খাঁন (রহঃ) এর বড় ভাই মুজাহিদ খান ইকবাল ও ছোট ভাই রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শামিম খান, ভাটেরা স্টেশন বাজার খানকাহ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আজমল হোসেন চুনু, ভাটেরা গার্লস স্কুলের শিক্ষক মাহবুব খান, আব্দুল কাইয়ুম চৌধুরী, দি কুর’আনিক হোম ভাটেরার সহকারী শিক্ষক হাফিজ হাকিম আল হাসান, হরিপুর লতিফিয়া সাত্তার সামালা মাদরাসার সহকারী শিক্ষক হাফিজ নেছার আহমদ, হাফিজ নুরুল ইসলাম।

আলোচনা সভায় কাজী মাওলানা শাতির খাঁন (রহঃ) এর স্মৃতিচারণমূলক প্রবন্ধ পাঠ করেন ইউনিয়ন তালামীযের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আব্দুল মজিদ রাশেদ। মিলাদ মাহফিল পরিচালনা করেন ইউনিয়ন আল ইসলাহ’র সহ সভাপতি মাওলানা সদর উদ্দিন সিদ্দিকী।
এছাড়াও ইউনিয়ন আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ঈসালে সাওয়াব মাহফিল উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে হুজুরের কবর যিয়ারত, কুরআনে খতম, দালাইলুল খাইরাতের খতম, খতমে খাজেগান শরিফ পাঠ করা হয়।
এশিয়াবিডি/রাশেদ/মোজাহিদ

আরও সংবাদ