ঠাকুরগাঁওয়ে আদালতের আদেশ অমান্য করে জমি দখল
ঠাকুরগাঁওয়ে আউলিয়াপুরে আদালতের মামলা অমান্য করে একাধিক ব্যক্তি সহ জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় হাসান আলী ও তার দুই ছেলের বিরুদ্ধে। অতীতে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে তাদের বিরুদ্ধে একাধিকবার থানায় চুরির অভিযোগ করেছে।
জানা যায়, আউলিয়াপুর ইউনিয়নের পূর্ব কাজিফার্ম কচুবাড়ি গ্রামের সামাদ আলির ছেলে মোস্তাফিজুর রহমান (লিটন) ওই এলাকার হাসান আলীর বাবার কাছে থেকে আবাদি জমি ক্রয়ের মাধ্যমে ভোগ দখল করে আসছিল।
প্রতিবেদকের সাথে কথা হলে লিটন জানান, আমি আমার জমিতে একশত গাছ রোপন করি। সোমবার (২৬ অক্টোবর) হঠাৎ করে আমি বাসায় না থাকায় হাসান আলীর দুই ছেলে আলমগীর (৩০) ও জাহাঙ্গীর (৩৫) এবং মলিনা(৪৫) সহ একশত গাছ নষ্ট করে ফেলে। আমি বলতে গেলে আমাকে প্রাণ নাশের হুমকি দেয় তাই আমি প্রতিরোধ করতে পারিনি। কিন্তু তারা আমার জমির মধ্যে ঘর নির্মান করে ফেলে।
এ বিষয়ে আউলিয়াপুর ইউনিয়ন চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তিনি বলেন এই ঘটনাটা আমি শুনেছি, এখনো কেউ ইউনিয়ন পরিষদে অভিযোগ করেননি অভিযোগ করেলে আমি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।
এশিয়াবিডি/কেকে/আরিফ