কাজী শাতির খাঁন র. এর ঈসালে সাওয়াব মাহফিল

আজ ২৬ অক্টোবর ২০২০ ইংরেজী সোমবার কুলাউড়া, ভাটেরা দারুস সুন্নাহ দাখিল মাদরাসার সাবেক সুপার কাজী মাওলানা শাতির খান রহ. ঈসালে সাওয়াব স্থানীয় দারুস সুন্নাহ দাখিল মাদরায় অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী কর্মসূচীর মধ্যে সকাল ৯ ঘটিকায় মরহুমের কবর যিয়ারতের মধ্যদিয়ে মাহফিল শুরু হয়।

খতমে কুরআন ও বুখারী মাহফিলে প্রধান অতিথি হিসেবে নসিহত পেশ করেন আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী।তিনি তাঁর বক্তব্যে ঈদে মিলাদুন্নবী সা.এর পবিত্র মাসের তাৎপর্যের নানা দিক তুলে ধরেন।রাসুল সা. তামাম সৃষ্টির জন্য পরিপূর্ণ নিয়ামত।

এই মাসের প্রত্যেকটি দিন উম্মতে মুহাম্মদির জন্য গুরুত্বপূর্ণ।

সব শেষে মাওলানা কাজী শাতির খান রহ.-এর জীবনের নানা দিক তুলে ধরতে গিয়ে বলেন শাতির খান ছিলেন সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন নিবেদিত প্রাণ।আল্লামা ফুলতলী ছাহেব কিবলার সাথে ছিল তাঁর নিবিড় সম্পর্ক।আল্লামা গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী তার রেখে যাওয়া প্রত্যেকটি খেদমতকে যথাযথ আনজাম দেওয়ার প্রতি নির্দেশ দেন।

দিন ব্যাপী কর্মসূচীর মধ্যে পবিত্র খতমে বুখারী শরিফে অংশগ্রহণ করেন
মাওলানা ফরিদ উদ্দীন আতহার অধ্যক্ষ ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদরাসা,মাওলানা আব্দুল জব্বার প্রিন্সিপাল রবিরবাজার দারুস সুন্নাহ আলিম মাদরাসা,কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাওলনা ফজলুল হক খান সাহেদ, মাওলানা অাব্দুল মুন্তাকিম প্রিন্সিপাল হিঙ্গাজিয়া সিনিয়র মাদরাসা,হাফিজ মাওলানা আব্দুল ওয়াহাব ভাইস প্রিন্সিপাল ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদরাসা ,মাওলানা মহিউদ্দীন উপাধ্যক্ষ হাটুভাঙ্গা আলিম মাদরাসা ,মাওলানা মোদাচ্ছির আহমদ প্রিন্সিপাল উত্তর আখাজানা আলিম মাদরাসা,মাওলানা আব্দুল লতিফ প্রভাষক বাদেদেওরাইল ফুলতলি কামিল মাদরাসা।

মাওলানা তৈয়বুর রহমান প্রিন্সিপাল গিয়াসনগর ইসলামিয়া দাখিল মাদরাসা,মাওলানা আবুল বাসার সুপার চৌধুরি বাজার দাখিল মাদরাসা,মাওলানা আব্দুস শাকুর সুপার মানিকোনা দাখিল মাদরাসা,মাওলানা জয়নাল আবেদিন সহকারী শিক্ষক ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদরাসা,মাওলানা ছালিম আহমদ সুপার মশাহিদ আলি মহিলা দাখিল মাদরাসা,মাওলানা সালেহ আহমদ সুপার নৌমুজা বাড়ন্তি দাখিল মাদরাসা , মাওলানা ফখরুল ইসলাম প্রভাষক রবিরবাজার দারুস সুন্নাহ আলিম মাদরাসা,মাওলানা ইমাদ উদ্দীন প্রভাষক দাউদপুর আলিম মাদরাসা,মাওলানা শামছুল ইসলাম ,সুপার ভেলকোনা দাখিল মাদরাসা,মাওলানা আব্দুস সালাম,সহকারি শিক্ষক চৌধুরি বাজার দাখিল মাদরাসা,মাওলানা সায়েম আহমদ সহকারি শিক্ষক হিঙ্গাজিয়া সিনিয়র মাদরাসা, মাওলানা শামছুদ্দোহা খান ,শিক্ষক ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদরাসা , মাওলানা দেলোয়ার হোসেন সহকারি শিক্ষক দিলদারপুর উচ্চ বিদ্যালয়,মাওলানা মাজহারুল ইসলাম সহকারি শিক্ষক ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদরাসা,মাওলানা মাওলানা মুশতাক আহমদ ভারপ্রাপ্ত সুপার ভাটেরা দারুচ্ছুন্নাহ দাখিল মাদরাসা,মাওলানা আব্দুল মতিন সহকারি শিক্ষক ভাটেরা দারুচ্ছুন্নাহ দাখিল মাদরাসা, মাওলানা আব্দুল হালিম চৌধুরী সহ সুপার উত্তর মোলাইম দাখিল মাদরাসা , মাওলানা আব্দুল কাইউম শিক্ষক ,ভাটেরা দারুচ্ছুন্নাহ দাখিল মাদরাসা,মাওলানা নাজমুল হোসেন ভারপ্রাপ্ত সহ সুপার,চৌধুরি বাজার আলিম মাদরাসা,মাওলানা সদর উদ্দীন,প্রধান শিক্ষক হরিপুর সত্তার সামেলা হাফিজিয়া মাদরাসা ,মাওলানা হাবিবুর রহমান হাসানি প্রভাষক ভুকশিমইল আলিম মাদরাসা, মাওলানা আজির উদ্দীন সুজন খতিব মধ্য মুকুন্দপুর জামে মসজিদ,মাওলানা রেহান আহমদ,শিক্ষক সাইফুল তাহমিনা আলিম মাদরাসা , মাওলানা মারুফ আহমদ ইমাম ইটাখলা জামে মসজিদ,মাওলানা আহমদ আলি ইমামা রাবার বাগান জামে মসজিদ মাওলানা নুরুল আমিন শিক্ষক খোলাফায়ে রাশেদিন মাদরাসা।

এছাড়া পবিত্র কুরআন শরীফের খতমে অংশগ্রহণ করেন ভাটেরা ইউনিয়ের বিভিন্ন মসজিদ মাদরাসার শতাধিক ইমাম ও ছাত্র।

দিনব্যাপী মাহিফিলে আরো উপস্থিত ছিলেন কুলাউড়া নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল আহমদ,ইউসুফ তৈয়বুন বালিকা মাদরাসার প্রধান শিক্ষক মসুদ করিম,কুলাউড়া উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক ইসমাইল হাসান শাকিল,
ব্রাক্ষনবাজার আল ইসলাহর সাধারণ সম্পাদক শাহিদ খান,ভাটেরা ইউনিয়ন আল ইসলাহর সভাপতি হাফিজ অলিউর রহমান,সাধারণ সম্পাদক হিফজুর রহমান সিদ্দেকী,ভাটেরা ইউনিয়ন তালামীযের সভাপতি নাইম হোসেন,সাধারণ সম্পাদক মুজিবুর রহমান,

ভাটেরা রাবার বাগান শ্রমীক ইউনিয়ের সভাপতি লিলু মিয়া সহ মাদরাসার সাবেক বর্তমান শিক্ষক,ছাত্র বৃন্দ।

বাদ যুহর মিলাদ শরীফ ও মুনাজাত শেষে শিরনী বিতরনের মধ্য দিয়ে মুবারক অনুষ্ঠানের সম্পন্ন হয়।

দেশ,বিদেশ থেকে অনুষ্ঠানে যারা সার্বিক সহযোগীতা করেছেন সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মুশতাক আহমদ।

আরও সংবাদ