আনোয়ারায় নজরকাড়া আয়োজনের মধ্যে দিয়ে শেষ হলো দূর্গা পূজা

চট্টগ্রামের আনোয়ারায় এবার বেশ জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো হিন্দু ধর্মলাম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গা পূজা।

গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী ষষ্ঠী তিথিতে বেলতলায় বিহিতপূজার পর দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় দুর্গাপূজা যা শেষ হয়েছে সোমবার (২৬ অক্টোবর) দূর্গা প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে।

এইবার আনোয়ারা উপজেলায় ২১৯ মন্ডপে এই পূজার আয়োজন করা হয়। যার মধ্যে উপজেলার ১০নং হাইলধর ইউনিয়নের উত্তর হাইলধর সার্বজনীন দূর্গা পূজা মন্ডপে ব্যতিক্রম নজরকাড়া আয়োজন পরিলক্ষিত হয়।

গত রবিবার (২৫ অক্টোবর) মহানবমীর সন্ধাআরতী শেষ হওয়ার পর থেকে উক্ত মন্ডপে উত্তর হাইলধর শারদীয় দূর্গা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু রাজিব দে এর সভাপতিত্বে, শাবলু গুপ্তের পরিচালনায় শুরু হতে থাকে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, ধনুটি নৃত্য ও থিম প্রদর্শনী সহ নানা আয়োজন। প্রানিন্ত দত্ত ও রাজ মজুমদারের কন্ঠে শ্রীমদ্ভগবদ গীতা পাঠের মধ্যদিয়ে শুরু হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।

তার পর পরই শুরু হয় ঢাকের তালে তালে শ্রীমানী শান্তা মজুমদার, পিয়ন্তি দত্ত, প্রানন্তি দত্ত, মনি মজুমদার, মুক্তা মজুমদার ও পুষ্পা মজুমদারের ধনুটি নৃত্য। এর পরই মনি মজুমদার মা কালি, জন দে মহাদেবে,তন্ময় দে ও সৈকত দে অসুর ও রাজ মজুমদার শেয়াল বেশে এবং সুস্মিতা গুপ্তা,প্রমিতা, বর্ষা এবং সাগর দে কে ভক্তের বেশে সাথে নিয়ে ঈশিতা গুপ্তা ও পুষ্পা মজুমদারের নৃত্যের তালে তালে শুরু হয় থিম প্রদর্শনী “ঔঁ জয়ন্তি মঙ্গলা কালী”।

অনুষ্ঠান শেষে পরিচালক শাবলু গুপ্ত বলেন, করোনা মহামারির কারণে দূর্গা পূজার আনুষ্ঠানিকতা নিয়ে শঙ্কা থাকার কারণে তেমন প্রস্তুতি নিয়ে কোনো কিছু করতে পারিনি, তবুও যা হয়েছে তার জন্য সকলের কৃতজ্ঞতা প্রকাশ করি, এবং আশা করি আগামীতে সকালের সার্বিক সহযোগিতার মাধ্যমে আরো ভালো কিছু উপহার দিতে পারবো সবাইকে।

এই সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ১০ নং হাইলধর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ (মামুন),এবং বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট রাজনীতিবীদ শাহাদাত হোসেন সহ উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের বিভিন্ন ব্যক্তিবর্গ এবং হাইলধর ত্রিরত্ন ফাউন্ডেশনের সদস্য বৃন্দ।

এশিয়াবিডি/জাহিদ/ এমকে

আরও সংবাদ