ঠাকুরগাঁওয়ে ১৫ হাজার ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঠাকুরগাঁওয়ে ১৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ আবু সাঈদ (২১ ) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ । সে বালিয়াডাঙ্গী উপজেলার দৌলুয়া গ্রামের সামসুদ্দিনের ছেলে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ঠাকবুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ কামাল হোসেন জানান, গত সোমবার আবু সাঈদ ও তার সহযোগী আমানুল্লাহ আমান ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে বিআরটিসি বাসে মাদকের একটি বড় চালান নিয়ে আসছে এমন সংবাদ পেয়ে ডিবি পুলিশ অভিযান চালায়। পরে বাস থেকে নামার সময় ১৫ হাজার পিস ইয়াবা সহ আবু সাইদকে গ্রেফতার করা হয়। এসময় তার সহযোগী আমানুল্লাহ আমান পালিয়ে যায়। পরে আবু সাঈদের দেয়া তথ্য অনুযায়ী তাদের গডফাদার শাহাজান, হারুন অর রশিদ ও দুলাল এ বাসায় অভিযান চালিয়ে আরও ১শ বিশ পিস ইয়াবা ট্যাবলেট, ১০৩ টি সিম কার্ড ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তাহের মো. আব্দুল্লাহ,প্রেস ক্লাব সভাপতি মনসুর আলি প্রমুখ
এশিয়াবিডি/কেকে/আরিফ