কবিতাঃ ছন্দহীনতার দোলা

ছন্দহীনতার দোলা

মোঃ তোফায়েল হোসেন

সহস্র শতাব্দি ধরে- পৃথিবীর প্রান্ত ছুয়ে
বারবার আসি ফিরে- মৃত্তিকায় যাই শুয়ে।
কবরের নীরবতায়- কুয়াশার চাদর
রক্তের দাগ কবিতায়- যেন মৃত্যুর আদর।
চুরি হয় লাশ- মাছিদের দখল থেকে
প্রেম হয় নিরাশ- কষ্টরা রাখে ঢেকে!

চোখের তারায়- শ্রাবণের রাত্রি নামে
কে যেন নাড়ায়- অজানা এক মরমে!
হয় না ফেরা- আদিম কোন সভ্যতায়
মন দেয় তাড়া- দিগন্তের সীমানায়।
হলে অরণ্য অভিসার- প্রতঙ্গের সাথে
ফিরবে কী আবার- কোন বৃষ্টি রাতে।

দূরের উপত্যকায়- সবুজ সামিয়ানা
চোখের তারায়- এ কিসের কামনা!
চন্দ্রালোকের মায়া- পড়েছে ধরায়
তোমার কালো ছায়া- সাত রং ছড়ায়।
দৃষ্টির প্রান্তে আজ- হবে প্রেমের খেলা
যদি তুমি জানতে- আসতে শেষ বেলা।

এশিয়াবিডি/ডেস্ক/কেকে
আরও সংবাদ