রাজনগরের সুরমান যুক্তরাষ্ট্রের প্রসপেক্ট পার্ক সিটির কাউন্সিলর মনোনীত
যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের প্রসপেক্ট পার্ক সিটিতে কাউন্সিলম্যান মনোনীত হয়েছেন রাজনগরের মোহাম্মদ আবুল হোসেন সুরমান। সোমবার (২৬ অক্টোবর) বিকালে তিনি পবিত্র কোরআন হাতে নিয়ে শপথ নেন। তাকে শপথ পড়ান মেয়র টি. খাইরুল্লাহ।
৯০ দশকের এরশাদ সরকার বিরোধী আন্দোলনের নেতা সুমানের কাউন্সিলর মনোনীত হওয়ায় বাঙালি কমিউনিটিতে আনন্দের বন্যা বইছে।
মোহাম্মদ এ হোসেন সুরমানের শপথ অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিকটস্থ প্যাটারসন সিটির ২ নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত কাউন্সিলম্যান গিলমান চৌধুরী, সাবেক কাউন্সিলম্যান ও আগামী নির্বাচনে কাউন্সিলম্যান প্রার্থী বাংলাদেশী-বংশোদ্ভুত শাহীন খালিক, প্রসপেক্ট পার্ক সিটির বোর্ড অব এডুকেশনের কমিশনার নিয়াজ নাদিম, সিটি এডমিনিস্ট্রেটর ইন্তেসান চৌধুরী, প্যাটারসন সিটি কমিশনার ইমরান হোসাইন, মোসলেহ উদ্দীন, নর্থজার্সি বিএনপির আহ্বায়ক সৈয়দ জুবায়ের আলী, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে বাবলু, মৌলভীবাজার বাংলাদেশি-আমেরিকান কাউন্সিলের সভাপতি মহসিন সেলিমসহ প্রবাসী বাংলাদেশী কমনিউটির নেতৃবৃন্দ।
মোহাম্মদ এ হোসেন সুরমান প্রথম বাংলাদেশি হিসেবে প্রসপেক্ট পার্ক সিটির বোর্ড অব এডুকেশনের প্রেসিডন্ট পদে নির্বাচিত হয়ে আমেরিকার মুলধারার রাজনীতিতে ইতিহাস সৃষ্টি করেন।
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কাঠাজুড়ি গ্রামের মরহুম আলাউদ্দীনের পূত্র সুরমান ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রে আসেন। বাংলাদেশে থাকা অবস্থায় তিনি উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।
এশিয়াবিডি/আর/শেখ