রাজনগরে বিক্ষোভ


ফ্রান্সের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ও তাদের পণ্য বর্জনের আহবান জানিয়ে মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সীবাজারে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেন সর্বস্থরের জনসাধারণ।

মঙ্গলবার (০৩ নভেম্বর) দুপুর ২ টায় তাফসিরুল কোরআন পরিষদ মুন্সিবাজারের আয়োজনে বছিরমহল মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুছ ছালাম তালুকদারের সভাপতিত্বে এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলে হেফাজতে ইসলাম, খেলাফত মজলিস, বছিরমহল মাদ্রাসা ছাত্র-শিক্ষক, ইটা ইসলামিয়া মাদরাসা, তালামীযে ইসলামিয়া, আনজুমানে আল ইসলাহর নেতৃবৃন্দসহ সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমানরা দলমত নির্বিশেষে সবাই উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করেন।

অথিতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রাজনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আহমেদ বেলাল চৌধুরী, মুফতি আহমদ কবীর উসমানি, মাওলানা এনদাদুল হক তাকুলদার, মুফতি ইবরাহিম খলিল, ইসরাফিল হাসান, ফারুক আহমদ, রুহুল আমিন প্রমূখ।

অবশেষে দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

এশিয়াবিডি/ডেস্ক/কামরান
আরও সংবাদ