কবিতাঃ এক হাজার এক রাত্রির গল্প
![]()
এক হাজার এক রাত্রির গল্প
মোঃ তোফায়েল হোসেন
তোমার আমার গল্পটা- এক হাজার এক রাত্রির
এক হাজার এক বসন্তের
এক হাজার এক চুমুর।
ভালো বাসাবাসি রাশি রাশি আর কষ্টের রশিতে
অজস্র মামলার রায়ের যবনিকা টানা- ফাঁসিতে!
গল্পটা অসময়ের এক পশলা বৃষ্টির পানি
দ্রুত শুষে নেয়া অনুর্বর পোড়া লাল মাটির,
ভাঙাচোরা পরিত্যক্ত শহরের
ভোরের কাকডাকা প্রহরের;
দূরের ইউনিয়ন হাটের ফসল টানা ভ্যানগুলির।
গল্পটা ছাপড়া দোকান থেকে ছুড়ে ফেলা অখাদ্যের
আর তা ধরতে বেওয়ারিশ কাক-কুকুরের কাড়াকাড়ির।
এ সবই তো তোমাকে আমাকে ঘিরে-
গল্পের এক একটা পর্ব!
গল্পটা কি সত্যিই এক হাজার এক রাত্রির গর্ব!!
গল্পটা তোমার ঠোঁটের স্পর্শের
ম্যাট লিপস্টিকের অদ্ভুত স্বাদের,
নিঃসাড় নিরুত্তাপ সময়ের
কমদামি সিগারেটের ছাই-এর;
বিচিত্র নয়নতারা রক্তকবরী আর আতসী ফুলের।
গল্পটা তোমার মতো সুন্দরী ড্রাগ কুইনের
সেন্ট্রাল জেলে যাওয়ার সেই দিনের,
জামিনে মুক্তি পাওয়া ইয়াবাকন্যার দীর্ঘশ্বাসের
তার কামনার গরম হাওয়া
আমার বুকের পাজড় ছোঁয়ার!
গল্পটা এক হাজার এক রাত্রির কুয়াশার।
গল্পটা আলোকদৃষ্টিসম্পন্ন কবির
প্রেয়সীর নূপুরের জটিল শব্দের
পারফিউমের অজ্ঞান করা ঘ্রাণের
মাতাল করা আশ্চর্য দুপুরের;
শুয়ে থাকা আকাশের ক্রাডলে-
সহৃদয়-হৃদয়-সংবেদ্য রং-এর।
গল্পটা ঠিকই এক হাজার এক রাত্রির ঢং-এর!
গল্পটা সন্ধ্যার ছায়া নামা শিরিশের মগডালের
আনমনে বসে থাকা তোমার উদাসী প্রেমের।
গল্পটা লাল সালোয়ারের
নীল কামিজের আর হলুদ ওড়নার।
সিড়িঘরের অন্ধকারে উষ্ণতা হারানো
পাপিষ্ঠ ম্যাজিশিয়ানের;
প্রাচীন বংশের অ-নিঃস্ব সন্তানের
অনাগত ভবিষৎ-এর।
গল্পটা তোমার ছলনার খুঁজে চলন্ত বাসে
গুগল এঞ্জিনে সার্চ দেয়ার,
গল্পটা জলঘাসের আড্ডার
ব্যস্ত রেলক্রসিঙের জ্যামের;
তোমায় ছুঁয়ে দেয়া পড়ন্ত বিকেলের খন্ডাংশ রোদের।
গল্পটা এক হাজার এক রাত্রির ছোঁয়াছুয়ির
এক হাজার এক রাত্রির নষ্ট তরলে
পরস্পরের অপবিত্রতার!
গল্পটা শুধুই তোমার আর আমার অসমাপ্ত প্রেমের
গল্পটা এক হাজার এক রাত্রির পরিত্যক্ত ট্রেনের!!
এশিয়াবিডি/ডেস্ক/কামরান

