জকিগঞ্জে আল ইসলাহ, তালামীয এর বিক্ষোভ মিছিল সম্পন্ন

ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মুহাম্মদ (সা) এর অবমাননার প্রতিবাদে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও আনজুমানে তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে (রবিবার) ৮ নভেম্বর ২০২০ইং বাদ জোহর জকিগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)এর হাজার হাজার অনুসারী ছাত্র জনতা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। সকাল থেকে জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদরাসায় বিক্ষোভ মিছিলে অংশগ্রহণের লক্ষ্যে ছাত্র জনতা জমায়েত হয়। বাদ জোহর আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহ.’র সুযোগ্য নাতি ও আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলীর নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল মাদরাসা প্রাঙ্গণ থেকে জকিগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জকিগঞ্জ বাজারে এমএহক চত্বরে প্রতিবাদ সভায় মিলিত হয়।

উপজেলা আল ইসলাহর সভাপতি মাওলানা ফজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা কুতবুল আলম এবং উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ আশিকের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় কুরআন তেলাওয়াত করেন হাবিবুর রহমান জাব্বির।
সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা তালামীযের সভাপতি আহমদ আল মনজুর, সিলেট জেলা তালামীযের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক এহসান মো.শামীম, পৌর আল ইসলাহের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান শাহান, উপজেলা নির্বাহী সদস্য শাহীন আহমদ, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুশাহিদ আহমদ কামালী, জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা আব্দুস সুবর, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা নূরুল ইসলাম, প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী। সভায় বক্তারা ফ্রান্স প্রেসিডেন্ট ম্যাক্রনের দৃষ্টতার তীব্র নিন্দা জানান এবং জনসাধারণকে ফ্রান্সের পণ্য বয়কটের আহ্বান জানান।

সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পৌর আল ইসলাহ’র সভাপতি মাওলানা কাজী হিফজুর রহমান, উপজেলা সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা মোস্তাক আহমদ চৌধুরী, সাবেক উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদির, সহ-সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফদ্বলুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক মাস্টার আব্দুল খালিক, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফারুক আহমদ, তালামীযের সাবেক কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল বাছিত, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক, কায়েছ মাহমুদ চৌধুরী শিপার, নির্বাহী সদস্য মাওলানা ময়নুল হক্ব, মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা মাছুম খান, বারহাল ইউপি সাধারণ সম্পাদক মাওলানা আবুল হোসেন , বীরশ্রী ইউপি সাধারণ সম্পাদক মাওলানা শাহিদুল ইসলাম, কাজলসার ইউপি সভাপতি মাওলানা আব্দুর রহিম বুলবুলে কামালী, খলাছড়া ইউপি সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুছ বেউরী প্রমুখ।

এশিয়াবিডি/ডেস্ক/কেএ
আরও সংবাদ