কবিতাঃ বিরহ
বিরহ
রাহাত জামিল
এ কোন বিরহের সুধা করালে পান!হে প্রেয়সী।
তোমার হারানোর যাতনায় হারছি বারে বারে।
নিছক পরাজয়ের দোদুল্যমান নৌকার পালে,
আজ বিরহের হাওয়া লেগেছে।
এ কোন বিরহের সুধা করালে পান!
তুমি বিনা একাকী নিবাস এ ধু-ধু মরু প্রাঙ্গনে
ঝর ঝর বইছে বিরহের বাতাস সর্বক্ষণে।
তুমি নেই ওই অন্তহীন চেনা দিগন্তে।
হাজারো মন খারাপের কথা জমায়িত
এ অতৃপ্ত মনাকাশের সুপ্ত প্রকোষ্ঠে।
তুমি বিনা আমার বিষন্ন বিকালে
একাকী হারিয়ে যায় পাখিদের কোলাহলে।
অঝোরে স্মৃতির বৃষ্টি নামে নিঝুম গোধুলিতে,
আমার একলা গাঁয়ের নির্জন কুঠুরিতে।
নির্জন সন্ধ্যার শান্ত নিস্তব্ধতায়,
ফেলে আসা অতীতের হাজারো সুখ স্মৃতির
করুণ প্রতিবিম্বের নির্বাক চাহনি,
চেয়ে চেয়ে দেখে আমার
ব্যর্থ ভালোবাসার শীর্ণকায় চেহারাকে।
এ কোন বিরহের সুধা করালে পান!
এশিয়াবিডি/ডেস্ক/কেকে