মক্কা মুকাররামার সায়্যিদ মুহাম্মদ বিন আব্দিল্লাহ আল আইদারুছ ছাহেবের ইন্তেকালে তালামীযের শোক প্রকাশ

মুহাদ্দিসুল হারামাইন সায়্যিদ আলাভী (র.)-এর খলীফা মক্কা শরীফের মাসজিদ আল খায়রের সম্মানিত খতীব, বিশিষ্ট ইসলামিক স্কলার সায়্যিদ মুহাম্মদ বিন আব্দিল্লাহ আল আইদারুছ ছাহেবের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি আখতার হোসাইন জাহেদ ও সাধারণ সম্পাদক হুমায়ূনুর রহমান লেখন।
নেতৃবৃন্দ এক শোক বার্তায় বলেন- মক্কা শরীফের মাসজিদ আল খায়রের সম্মানিত খতীব সায়্যিদ মুহাম্মদ বিন আব্দিল্লাহ আল আইদারুছ ছাহেব ছিলেন আন্তর্জাতিক অঙ্গনে দ্বীনের একজন দায়ী। তিনি বিশ্বব্যাপী সুন্নিয়তকে ছড়িয়ে দিতে বিভিন্ন দেশ সফর করে খেদমত আঞ্জাম দিয়ে গেছেন, বিশেষত তিনি ফুলতলী ছাহেব কিবলাহ (র.)’র ইলমে ক্বিরাত ও দ্বীনের খেদমতের জন্য তাকে শ্রদ্ধা করতেন, ফুলতলী মসলকের সাথে তাঁর এক আত্মিক বন্ধন ছিলো। তাঁর ইন্তেকালে ফুলতলী মসলক হারিয়েছে অকৃত্রিম এক শুভাকাঙ্ক্ষীকে, ইসলামী অঙ্গনে সৃষ্টি হয়েছে অপূরণীয় এক শূণ্যতার।

নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং মরহুমের জন্য মহান আল্লাহর কাছে জান্নাতের উচ্চ মাকাম কামনা করেন।
এশিয়াবিডি/ডেস্ক/শেখ

আরও সংবাদ