ছবিঃ শীতকালে ধলাই নদী
নদীর নাম ধলাই নদী। নদীর এক পাড়ের কিনারায় রুদ্রফাটা মাটি তার উপরে বালির চর, আর আরেকপাড়ে পাড় ঘেষে স্রোতধারা পানি প্রবাহিত। নদীর চারপাশে প্রকৃতির এক লীলা দেখলেই মনটা ভরে ওঠে। ছবিটি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার নারায়নপুর এলাকা থেকে ধারন করা হয়েছে। ছবিঃ মান্না দাস