কবিতাঃ অচেনা স্বতন্ত্র

অচেনা স্বতন্ত্র

মোঃ তোফায়েল হোসেন

এক অচেনা স্বতন্ত্রে মায়াবী রোদ্দুর পড়ে যখন
তন্বী মানবীর দৃষ্টিনন্দন সুউচ্চ অট্টালিকায়
ঢেকে যায় আমার কুঁড়েঘর তখন ধূসর ছায়ায়;
তবুও ফেলেনি কখনো কোনদিন তার দীর্ঘ ছায়া
আমার তৃষ্ণার্ত ব্যাকুল হৃদয় অঙ্গিনায়
যার নীল চোখের তরল আগুন শুধু স্বপ্নময় ভাবনায়।

ক্লান্ত দুপুরে অনিশ্চয়তার সমীকরণে দাঁড়ায় যখন
সে তার উত্তরমুখী খোলা বিশাল জানালায়
মন আমার তখন বাধার দেয়াল ডিঙ্গাতে চায়;
তবুও ফেলেনি কখনো কোনদিন তার অপূর্ব দৃষ্টি
আমার উদ্ভাবনি তীব্র প্রেমময় আকাঙ্ক্ষায়
যার ঠোঁটের গরল ফাগুন শুধু বিতর্কিত কামনায়।

হেঁটে বেড়ায় সে যখন এক হৃদয় নিংড়ানো দৃশ্যে
বিপরীত প্রস্তাবনার নিজস্ব ধীর সমীক্ষায়
উদাসী প্রহর তখন অজানা শিহরনে থমকে যায়;
তবুও ফেলেনি কখনো কোনদিন তার পদযোগল
আমার সীমাহীন সম্পত্তির উর্বর মৃত্তিকায়
যার ভালোবাসার বিজ্ঞপ্তি ছেপেছি জাতীয় পত্রিকায়।

ঘুমবাতির নীলাভ আলোয় খোলা জানালার পাশে
অপরূপ মানবিক প্রক্রিয়ায় যখন সে ঘুমায়
আমার ঘুমেরা কেন জানি তখন অজানায় হারায়;
তবুও ফেলেনি কখনো কোনদিন তার পরিত্যক্ত ঘুমগুলো
আমার এই নিঃসঙ্গতার বিবর্ণ বিছানায়
যার জন্য আমি বাঁধা পড়েছি এক অদ্ভুত নিষেধাজ্ঞায়!

এশিয়াবিডি/ডেস্ক/কেকে
আরও সংবাদ