কবিতাঃ সন্ধ্যা বৃত্তান্ত

সন্ধ্যা বৃত্তান্ত

রাহাত জামিল

শীতের মিষ্টি সন্ধ্যায়,
আমার পর্ণকুটিরের দেয়াল বেয়ে ঝরে স্মৃতির স্রোত।
সমস্ত দিন শেষে নিঝুম সন্ধ্যান্তিমে,
আরাম কেদারায় একটু সুখ খোঁজে অবসন্ন শরীর।
কুয়াশা মাখা অন্ধকার ভেদ করে
নিশাচারী পেঁচার ডাক,ঘোষণা দেয় অনন্ত রাতের!
কৈশর পেরিয়ে সন্ধ্যার আসন্ন যৌবনে,
রহস্য রূপমাধুরী চাঁদের নগ্ন জোৎস্না…
জানালা ভেদ করে উপচে পড়ে
আমার অতৃপ্ত অবসন্ন অবয়বে।
জোৎস্না-আমিতে মাখামাখি করে,
এক মায়াবী সুখের কমল স্পর্শ অনুভাবিত হয়।
জোনাকি মেয়েরা পিদিম জ্বালিয়ে
ভিড় করে আমার কুটিরে,
আমার একাকী অন্ধকারে সঙ্গ দেয় আদর করে।
দূর হতে ভেসে আসে নিশিকালে
বিচরণকারী প্রাণীদের উদ্দাম আনন্দ-উল্লাস।
আমার একলা গাঁয়ের নির্জন রহস্যপুরে-
বৃদ্ধ সন্ধ্যায় কুটিরে প্রদ্বীপের হলুদ সলতে নিভে গেলে,
প্রভুভক্ত কুকুরটা পাহারা দেয় রাতভর।
ক্লান্তঘন চোখদুটো ডুব দেয় ঘুমের অতল সাগরে।
রাত গড়িয়ে দিন আসে–
আরও একটা সন্ধ্যার অপেক্ষায় থাকি।

এশিয়াবিডি/ডেস্ক/কামরান
আরও সংবাদ