ঠাকুরগাঁওয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অবৈধ কমিটি গঠনের অভিযোগ


ঠাকুরগাঁওয়ের সদর উপজেলাধীন নুরান নাহার হাসেম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ন কবিরের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও নিয়ম-নীতির তোয়াক্কা না করে অবৈধ কমিটি গঠনের অভিযোগ পাওয়া গেছে । তার বিরুদ্ধে ওই বিদ্যালয়ের অভিভাবক রতন মিয়া গত ২৯/১১/২০২০ তারিখে সকল অভিভাবকের পক্ষে,রির্টনিং কর্মকর্তা উপজেলা শিক্ষা অফিস বরাবর লিখিত অভিযোগ প্রদান করেন ।
অভিযোগে বলা হয়,নুরান নাহার হাসেম সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০১৪ সালে সরকারি করনের আওতায় আসে ।পূর্বের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুক হোসেন মৃত্যু বরণ করায় হুমায়ন কবির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দ্বায়িত্ব পালন করে আসছে ।বিদ্যালয়টি সরকারি করনের পর থেকে তিনি ব্যক্তিগত ভাবে মনগড়া কমিটি করে আসছেন । বিগত ০৬ বছর ধরে তার বাবা সভাপতির দ্বায়িত্ব পালন করে আসছে ।কমিটির অন্যান্য সদস্যগণ নিজেই জানেন না তারা কমিটিতে আছে কি না ।তাছাড়া বিদ্যালয়ে অদ্যবধি কোন বিনোদন/জাতীয় দিবস কোন কিছুই একবারেও পালন করা হয়নি ।বর্তমানে বিদ্যালয়টিতে ৫০ জনের অধিন ছাত্রছাত্রী নেই জানা যায় ।এই অবস্থায় এলাকার সুধিবৃন্দ/শিক্ষানুরাগী ও অভিভাবক গণের পরামর্শক্রমে বিদ্যালয়ে কমিটি গঠনের পরামর্শ দেওয়া হয় ।কিন্তু তার পরেও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ০৫ থেকে ০৭ জন অভিভাবকে ডেকে এনে কমিটি গঠন করা প্রয়েজন বলে কাগজে স্বাক্ষর নেয় । পরে জানা যায় যে,তারস্কুলের ২জন শিক্ষিকার ছেলে মেয়ে অনত্র পড়াশোনা করলেও তাদের স্বামীদের অভিভাবক সদস্য করা হয় ।
অভিযোগের প্রেক্ষিতে ০৭ ডিসেম্বর সোমবার সহকারি উপজেলা শিক্ষা অফিসার বিদ্যালয়ে এসে তদন্ত করেন এবং আগের পকেট কামিটি বাতিল ঘোষণা করে নতুন কমিটি গঠনের প্রদেক্ষেপ গ্রহন করেন ।

এশিয়াবিডি/কেকে/আরিফ

আরও সংবাদ