রাজনগরে কোয়াবের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
মৌলভীবাজারের রাজনগরে ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) রাজনগর শাখার আয়োজনে শাহিদুর রহমান খাঁন পাপলু স্মৃতি ইউনিয়ন কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৯ ডিসেম্বর) সকালে রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান খাঁন।
কোয়াবের উপজেলা সভাপতি শাহ পাপলুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমান, ক্রীড়ানুরাগী মো. খয়ের খান মাষ্টার, প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ, সাবেক ইউপি সদস্য মো. মাসুক মিয়া প্রমুখ। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ দুপুর দেড়টায় রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দীতা করে ফতেপুর ইউনিয়ন বনাম মুন্সিবাজার ইউনিয়ন। নক-আউট পদ্ধতিতে এই টুর্নামেন্টে ৮টি ইউনিয়ন থেকে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। ফাইনালসহ মোট ১৫টি ম্যাচ হবে।
এশিয়াবিডি/ডেস্ক/কামরান