রাজনগরে সূচনা প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী সভা অনুষ্ঠিত



মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৪নং পাচগাও ইউনিয়নে সূচনা প্রকল্পের ৩ বছর মেয়াদী কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টায় ৪নং পাচগাও ইউপি চেয়ারম্যান শামসুন নূর আহমদের সভাপতিত্তে পাচগাও ইউনিয়ন পরিষদে এই সমাপনি সভা অনুষ্ঠিত হয়।
জিসিডিও সপন কুমার নাইডুর সঞ্চালনায় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা এমপিসি কাজী আলম, জেলা আইপিসি আনিসুর রহমান টিটু, রাজনগর প্রাণি সম্পদ কর্মকর্তা আব্দুছ ছালাম, পাচগাও উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুল আমিন ভূইয়া, রাজনগর উপজেলা কো-অর্ডিনেটর মিজানুর রহমান আখন্দ, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য লুতফুর রহমান, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য সিজিল আহমদ।
এছাড়া অথিতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাস্থ্য সহকারী রেবা রাণী, এনজিও প্রতিনিধি সুমন ভট্টাচার্য, সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠাতে উপস্থিত সকল উপকারভোগীরা তাদের সফলতার কথা তুলে তুলে ধরে সূচনা প্রকল্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান শামসুন নূর বলেন, সূচনা প্রকল্প গত ৩ বছর যাবত আমার ইউনিয়নে কার্যক্রম পরিচালনা করে আসছিলো। তারা অনেক পরিবর্তন এনেছে এই তিন বছরে। তাদের প্রতি আমার কৃতজ্ঞতা রইলো।

এশিয়াবিডি/ডেস্ক/কামরান

আরও সংবাদ