টেকনাফে অসহায়, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ বিতরণ!

টেকনাফে পৌর এলাকার ২০৯ জন অসহায়, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে নগদ টাকা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে ইউএনএইচসিআরের অর্থায়নে ও ওয়ার্ল্ডভিশনের সহযোগিতায় নগদ টাকা বিতরণ অনুষ্ঠান এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। এ সময় বয়স্ক ও বিধবাদের ৬০০০ টাকা এবং প্রতিবন্ধীদের মাঝে ৮৪০০ টাকা করে ২০৯ জনের মাঝে নগদ টাকা বিতরণ করা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দিন, উখিয়া-টেকনাফের ওয়ার্ল্ড ভিশনের দায়িত্বে নিয়োজিত অফিসার কাজী ইমরান ও ফাইন্যান্স অফিসার বিপ্লব মুখার্জী প্রমুখ।

উল্লেখ্য, প্রত্যেক বিধবা ও বয়স্ক উপকারভোগীদের নগদ মাসে প্রতিমাসে ৫০০ টাকা করে ৬ হাজার টাকা এবং প্রতিবন্ধীদের ৭০০ টাকা করে ৮৪০০ টাকা বিতরণ করা হয়।

এশিয়াবিডি/ সানী/ এমকে

আরও সংবাদ