পা‌কিস্তান হাইক‌মিশ‌নে বাংলা‌দেশী সাংবাদিক‌দের স্মারক‌লিপি প্রদান

পাকিস্তান হাইকমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করছেন সাংবাদিক নেতৃবৃন্ধরা। (সংযুক্ত স্মারকলিপির ছবি)
ছবি:: এশিয়াবিডি

বাংলা‌দে‌শের কা‌ছে পা‌কিস্তান‌কে আনুষ্টা‌নিকভা‌বে ক্ষমা চাওয়ার আহব্বান জা‌নিয়েছে ইউ‌কে-বাংলা প্রেসক্লাব।

সোমবার (১৪ ডি‌সেম্বর) বি‌কেলে ব্রিটে‌নের বাংলা গনমাধ‌্যম কর্মী‌দের প্রতি‌নি‌ধিত্বশীল সংগঠন ইউ‌কে বাংলা প্রেসক্লা‌বের পক্ষ থে‌কে লন্ডনস্থ পা‌কিস্তান হাইক‌মিশ‌নে পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী বরাব‌রে লেখা এই স্মারক‌লি‌পি প্রদান করা হয়। স্মারক‌লি‌পিতে পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী ইমরান‌ খান‌কে ১৯৭১ সা‌লে বাংলা‌দে‌শের নারকীয় হত‌্যা ও বর্বরতার কথা তু‌লে ধ‌রে পা‌কিস্তানের প‌ক্ষে বাংলা‌দে‌শের কা‌ছে আন‌ুষ্টা‌নিকভাবে ক্ষমা চাওয়ার আহব্বান জানা‌নো হয়।

পাকিস্তান হাইকমিশনারের কাছে ইউকে-বাংলা প্রেসক্লাব নেতৃবৃন্ধ স্মারকলিপি প্রদান করছেন। ছবি:: এশিয়াবিডি

বি‌কে‌লে প্রচন্ড বৃ‌ষ্টির ম‌ধ্যে লন্ডনস্থ পা‌কিস্তান হাইক‌মিশ‌নে স্মারক‌লিপি হস্তান্তর ক‌রেন প্রেসক্লা‌বের সহ- সভাপ‌তি এড‌ভো‌কেট বিপ্লব কুমার পোদ্দার, সাধারন সম্পাদক মুন‌জের আহমদ চৌধুরী, ট্রেজারার সাইদুল ইসলাম,প্রেসক্লাব সদস‌্য ও সময় টি‌ভির তানভীর হাসান।
এ সময় পা‌কিস্তান হাইক‌মিশ‌নের দুজন উর্দ্ধতন কর্মকর্তা স্মারক‌লি‌পিটি গ্রহন ক‌রেন।

স্মারকলিপি। ছবি:: সংগৃহিত

ইউ‌কে বাংলা প্রেসক্লা‌বের নেতৃবৃন্দ ব‌লেন, প্রেসক্লা‌বের পক্ষ থে‌কে পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রীর ই‌-মেই‌লে ও ডাক‌যো‌গেও স্মারক‌লিপির ক‌পি পাঠা‌নো হয়েছে। ইমরান খান ২০১১ সা‌লে এক সাক্ষাতকারে ব‌লে‌ছি‌লেন, তি‌নি ম‌নে ক‌রেন ৭১ এর বর্বরতার ঘটনায় পা‌কিস্তা‌নের বাংলা‌দে‌শের কা‌ছে ক্ষমা চাওয়া উ‌চিত। এখন তি‌নি পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী। বাংলা‌দে‌শের কা‌ছে আনুষ্টা‌নিকভা‌বে ক্ষমা চাইবার দা‌বি‌তে আজ প্রেসক্লা‌বের পক্ষ থে‌কে এ কর্মসুচী নেয়‌া হ‌য়।

এশিয়াবিডি/ কামরান/ মুবিন

আরও সংবাদ