মৌলভীবাজার ডিবেটিং সোসাইটির বিজয় উল্লাস উদ্বোধন
মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজার ডিবেটিং সোসাইটি এর আয়োজনে বিজয় উল্লাস নামে একটি ভার্চুয়াল শিক্ষনীয় অনুষ্ঠানের উদ্বোধন হয়েছে।
বুধবার (১৬ ডিসেম্বর) অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে প্রথম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামি লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার ডিবেটিং সোসাইটির মডারেটর ও কুলাউড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান চৌধুরী পপি। তার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিজয় কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান পরিবেশন, মুক্তিযুদ্ধ ভিত্তিক ভিডিওচিত্র প্রদর্শনীর পাশাপাশি অনুষ্ঠিত হয় বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজয় দিবস কুইজ প্রতিযোগিতা।
উল্লেখ্য, ডিবেটিং সোসাইটির এই বিজয় উল্লাস অনুষ্ঠান অনলাইনের মাধ্যমে আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত ১০ দিন ব্যাপি চলবে।
সমাপনী অনুষ্ঠানে থাকবে বিজয় দিবস বারোয়ারি প্রতিযোগিতা, বিজয় দিবস প্ল্যানচেট বিতর্ক, মুক্তিযুদ্ধার আত্মকথা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এশিয়াবিডি/ডেস্ক/কামরান