মৌলভীবাজারে টিভিএস শো-রুমের সার্ভিসিং সেন্টারের উদ্বোধন
মৌলভীবাজারে রেডস মটরস এর আওতাধীন টিভিএস কোম্পানির মটর সাইকেল শো-রুমের সার্ভিসিং ও পার্টস সেন্টারের উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহষ্পতিবার (২৪ ডিসেম্বর) শহরের শ্রীমঙ্গল সড়কে ঢাকা বাসস্ট্যান্ড কোদলীপুর এলাকায় রেডস মটরস টিভিএস শো-রুমের উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়।
রেডস মটরসের আওতাধীন টিভিএস শো-রুমের স্বত্তাধিকারী আবু নোমান মুয়িনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার্ভিসিং ও পার্টস সেন্টারের উদ্বোধন করেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) মৌলভীবাজার এর সহকারী পরিচালক মো. হাবিবুর রহমান। উপস্থিত ছিলেন মৌলভীবাজার বিআরটিএ এর মোটরযান পরিদর্শক মো. হাফিজুর রহমান।
পরে সার্ভিসিং ক্যাম্পের উদ্বোধন করেন টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের সিলেট জোনাল ম্যানেজার রাকিব আহমদ, সিলেট মার্কেটিং ইনচার্জ রাসেল আহমদ, সিলেট জোনাল সার্ভিসিং ইনচার্জ মোহাম্মদ শ্যামল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মুমিত, মিসবাহুজ্জামান খান, বিশিষ্ট সমাজ সেবক শেখ মো. শাহাবুদ্দিন, আব্দুর রউফ লিটন ও রাজন আহমদ প্রমুখ।
উল্লেখ্য, মৌলভীবাজারে এই প্রথম টিভিএস কোম্পানির সার্ভিস ও পার্টস সেন্টার চালু করেছে রেডস মটরস। মহান বিজয় দিবস উপলক্ষে জেলার ১০০ এর অধিক বাইকারদের টিভিএস মটর সাইকেলের বিনামূল্যে সার্ভিস করানো হয়।
এশিয়াবিডি/কামরান/মুবিন

