আনোয়ারায় ফুলের কলি সংস্থার উদ্যোগে ইসলামী সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর গ্রামে ফুলের কলি সংস্থা’র ব্যবস্থাপনায় হাইলধর ফুলের কলি ইসলাম প্রচার সংস্থা’র উদ্যোগে শায়খুল হাদীস আল্লামা শাহ আহমদ শফি (রহঃ) ও পীরে কামেল আল্লামা শাহ মুহাম্মদ তৈয়ব (রহঃ) এর স্মরণে দোয়া মাহফিল ও ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৮ ই জানুয়ারি) হাইলধর বালক-বালিকা মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে এই মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় মাওলানা মামুনুর রাশিদের সঞ্চালনায় ও মোহাম্মদ হাসান উদ্দিন সেলিমের সভাপতিত্বে মাহফিলের উদ্বোধন করেন হাইলধর মাদ্রাসার ভারপ্রাপ্ত মোহতামিম মাওলানা তৈয়ব হালিম, প্রধান মুরব্বী হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির, আল-জামেয়াতুল আরবিয়া হাইলধর বালক-বালিকা মাদ্রাসার প্রতিষ্ঠা পরিচালক আল্লামা শেখ আব্দুল মালেক হালিম। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা শেখ সাদী বিন আব্দুল মজিদ বি-বাড়িয়া, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা হাবিবুল ওয়াহেদ, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা নুরুল আমিন, মাওলানা আনোয়ারুল ইসলাম, মাওলানা হাফেজ কারী শামসুল ইসলাম, মাওলানা হাফেজ মাহমুদ বিন তৈয়ব এবং মাওলানা হাফেজ মাহমুদুল হাসান। সংগীত পরিবেশন করেন, নবরব শিল্পী গোষ্ঠী অন্যতম শিল্পী হাফেজ ফরহাদুল ইসলাম আল-আজাদী।

মাহফিলে প্রদান মেহমানের বক্তব্যে মাওলানা শেখ সাদী বিন আব্দুল মজিদ বি-বাড়িয়া বলেন, কিয়ামতের কঠিন পরিস্থিতিতে ৭ প্রকারের মানুষকে আল্লাহর আরশের নিচে ছায়া প্রদান করা হবে। তিনি আরো বলেন, সুদ-ঘুষ দাতা ও গ্রহীতাকে কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে এবং তিনি মুনাফেকি থেকে বেঁচে থাকতে ও শ্রোতাদের প্রতি আহ্বান জানান। কারণ তিনি বলেন, আল্লাহ তা’য়ালা কোরআনে এরশাদ করেন, নিশ্চয় মুনাফেকরা জাহান্নামের নিম্ন স্তরে অবস্থান করবে।
সম্মেলনের শেষে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে দোয়া চেয়ে মুনাজাত করা হয়।

এশিয়াবিডি/ জাহিদ/ এমকে

আরও সংবাদ