রাজনগরে সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়ন সমাজকল্যান পরিষদের উদ্যোগে
শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

গত ৬ জানুয়ারী থেকে সোমবার ১১ জানুয়ারী পর্যন্ত ৫ দিন পর্যাক্রমে ইউনিয়নের অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল গুলো উপহার হিসেবে দেওয়া হয়।

সোমবার (১১ জানুয়ারী) সমাপনী অনুষ্ঠানে সমাজকল্যাণ পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুজন আহমেদ ও বর্তমান সাধারণ সম্পাদক জনাব আব্দুল ওয়াহিদের যৌথ পরিচালনায় শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকল্যাণের উপদেষ্টা আব্দুল হান্নান লন্ডনী, সভাপতি তাজ উদ্দিন, স্থানীয় ছায়াদ আহমদ, প্রবাসী কমিউনিটি ব্যাক্তিত্ব আব্দুল গফফার, হেলাল আহমদ, পরিষদের সাংগঠনিক সম্পাদক আলমাছ আহমদ, কোষাধ্যক্ষ জসিম উদ্দিন যুগ্ম সম্পাদক রুমেল আহমদ, মিজানুর রহমান, জুবেল আহমদ আশফাক আহমদ, মনোয়ার হোসেন, ইমাদ আহমদ, আব্দুল কাইয়ুম, শুয়াইব আহমদ প্রমুখ।

এসময় এলাকার প্রবীণ মুরব্বি যুবক, তরুণসহ গণ্যমান্য অনেক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কামারচাক ইউনিয়ন সমাজকল্যাণ পরিষদের বিভিন্ন দেশের শাখার প্রবাসীদের সহযোগিতায় ইউনিয়নের নয়টি ওয়ার্ডের প্রায় ২৫০ শীতার্ত মানুষের কাছে এই উপহার গুলো পৌছানো হয়।

এশিয়াবিডি/ডেস্ক/কামরান
আরও সংবাদ