হাটহাজারী অনুষ্ঠিত হলো ৮৩ তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স


হাটহাজারীতে সম্পন্ন হলো ৮৩ তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স।

৯ ই জানুয়ারি শুরু হওয়া ৫ দিনব্যাপি এই বেসিক কোর্স বুধবার রাতে হাটহাজারী সন্দ্বীপ পাড়া প্রাথমিক বিদ্যালয়ে বাতিঘর কার্যালয়ে ঐতিহ্যবাহী তাঁবু জলসার মাধ্যমে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ স্কাউটস , চট্টগ্রাম অঞ্চলের আওতাধীন প্রায় ২৫ টি মাধ্যমিক স্কুল, ৩টি কলেজ ও একটি মুক্ত রোভার স্কাউট গ্রুপের স্কাউটস ইউনিট লিডার এই বেসিক কোর্স কার্যক্রমে অংশগ্রহণ করেন।

এই কোর্সে প্রশিক্ষণার্থী হিসেবে দীক্ষা গ্রহণ করেছেন হাটহাজারী উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মাদ রুহুল আমিন এবং রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মােরশেদ।
দীক্ষা শপথ পাঠ করান , কোর্স লিডার এম মিজানুর রহমান ।
পরে তাঁবু জলসা অংশ হিসাবে প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ‌।

এই বেসিক কোর্সের সমাপণী দিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন, রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মােরশেদ। স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউটস হাটহাজারী উপজেলা কমিশনার বাবু রন্ঞিত কুমার নাথ । কোর্স লিডার হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মিজানুর রহমান এলটি ।

প্রশিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী এলটি প্রদীপ কুমার পাল, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান (এ এলটি), নুরুল ইসলাম( এ এলটি ), প্রবীর কান্তি মজুমদার ( এ এলটি), মোহাম্মদ সেলিম উদ্দিন (এ এলটি), ইন্জিনিয়ার মোহাম্মদ সেলিম চৌধুরী , শারাবান তাহুরা (উড ব্যাজার), আয়াতের নুর (উড ব্যাজার), মোহাম্মদ কামরুল হাসান (উড ব্যাজার) ।

এর আগে ০৯ই জানুয়ারি উপজেলা নির্বাহি অফিসার এবং উপজেলা স্কাউটস সভাপতি মোহাম্মাদ রুহুল আমিন হাটহাজারী উপজেলায় অবস্থিত দক্ষিণ দেওয়াননগর সন্দ্বীপ পাড়া প্রাথমিক বিদ্যালয়ে এই ইউনিট লিডার বেসিক কোর্সের শুভ উদ্বোধন করেন। সেখানে তিনি ঘোষণা দেন, উপজেলা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট কার্যক্রম সক্রিয় ভূমিকা রাখতে সকলের সহযোগিতা কামনা করেন ।

এশিয়াবিডি/কামরান/জাহিদ
আরও সংবাদ