ছাত্রলীগ সাধারণ সম্পাদকের কেন্দ্র দখলের চেষ্টা


মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা নির্বাচনে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুমেল আহমদের নেতৃত্বে ভোট কেন্দ্র দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। তবে রুমেল আহমদ তা অস্বিকার করেছেন।

শনিবার (১৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে ৯নং ওয়ার্ডে লস্করপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (চানপুর, জগন্নাথপুর, মমরেজপুর ও লস্করপুর আংশিক) কেন্দ্রে ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রুমেল আহমদ সহ কয়েকজন ব্যালট পেপার নিয়ে অবৈধ ভোট দিতে চেষ্টা করেন। এসময় স্থানীয় ভোটাররা তাদের প্রতিহত করে।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একজন কর্মকর্তা জানান, রাজনৈতিক নেতা পরিচয়ধারী কয়েকজন কেন্দ্র দখলের চেষ্টা করলে পরে আইনশূঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক করে।

ঐ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার শফিকুল ইসলাম বলেন, কিছু দুষ্কৃতিকারী ব্যালট পেপার ছিনতাই করে ভোট দেবার চেষ্টা করে। আমরা ব্যালট পেপারটি উদ্ধার করেছি।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুমেল আহমদ বলেন, আমার বিরোদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করা হচ্ছে। আমি ঐ কেন্দ্রেও যাইনি। আমি আমার কেন্দ্রে অবস্থান করছি।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় বলেন, কিছু ছেলেরা কেন্দ্রে ঢুকে দেখতে চেয়েছিল। বিরোধী এজেন্টরা বাধা দিলে তারা বের হয়ে যায়। তবে তারা কারা ছিল তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

এশিয়াবিডি/কেকে/সাইফ
আরও সংবাদ