কাল মৌলভীবাজার আসছেন মাওলানা হাসিবুর রহমান

জনপ্রিয় ইসলামী বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক মাওলানা এম. হাসিবুর রহমান আগামীকাল বৃহস্পতিবার মৌলভীবাজারের রাজনগর উপজেলায় আসছেন।
তিনি ওইদিন রাজনগর উপজেলার ৮নং মনসুরনগর ইউনিয়নের বকসিকোনা ইসলামী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে তাফসির পেশ করবেন।
বৃহস্পতিবার (২১ জানুয়ারী) বকসিকোনা শাহী ইদগাহ সংলগ্ন মাঠে ৪র্থ বার্ষিক এ মাহফিল অনুষ্ঠিত হবে।
বকসিকোনা জামে মসজিদের খতিব ক্বারী মাও. শায়খুল ইসলামের পরিচালনায় মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন মনসুরনগর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিলন বখ্ত, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজসেবক সৈয়দ আনকার আলী।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বয়ান করবেন মৌলভীবাজার জামিয়া ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাও. শেখ আব্দুল হক, বিশেষ আকর্ষণ হিসেবে বয়ান করবেন মাজালিসুন মুফাসসিরিনের মৌলভীবাজার জেলা শাখার সদস্য মাওয়ালানা ক্বারী সাজেদ আহমদ।
এছাড়া স্থানীয় আলেম উলামা তাফসীর পেশ করবেন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত থাকবেন। মাহফিলে সর্বস্তরের তাওহীদি জনতাকে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ নসীহত শুনার আহ্বান জানিয়েছে মাহফিলের আয়োজক কমিটি।
উল্লেখ্য, যাতায়াতের জন্য মৌলভীবাজার-কুলাউড়া সড়কে মহলাল বাজারে নেমে দক্ষিণ দিকে বকসিকোনা গ্রাম। বাজার থেকে পায়ে হেটে, রিকশা, সিএনজি অথবা যে কোন গাড়ি নিয়ে মাহফিলের জায়গায় পৌছানো সম্ভব।
এশিয়াবিডি/মুবিন/কামরান
