রাজনগরে ১১ মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ
রাজনগরে ১১ মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৬ টায় মাথিউড়া চাবাগান থেকে তাদের গ্রেফতার করা হয়।
রাজনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হাসিম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক দেবদুলাল ধর, এসআই আবু মোকসেদ, এসআই সমীরন দাস, এসআই শওকত মাসুদ, এসআই সিদ্ধার্থ, এএসআই মৃত্যুঞ্জয়, এএসআই জালাল সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে মাদকসেবীদের মদ্য পানরত অবস্থায় গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মােঃ সুফিয়ান (৫৫), মােঃ শাহিনুল ইসলাম (৪১), আব্দুল শুকুর (৪০), শিপন মিয়া (৩০), ননী গােপাল দেব (৪০), মােঃ আব্দুল মন্নান (৪৯), মােঃ মনির (৫০), ননী গােপাল দেব (৪৭), চন্দন কর (২২), নিকিজ কর (৩৫), মােঃ টিপু মিয়া (৪৮)।
রাজনগর থানার অফিসার ইনচার্জ আবুল হাসেম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় মাথিউড়া বাগান এলাকায় অভিযান চালানো হয়। এ সময় প্রকাশ্যে মাদক সেবন করার অপরাধে তাদের গ্রেফতার করা হয়। এ ব্যাপারে রাজনগর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।’
এশিয়াবিডি/ডেস্ক/কামরান


