কানাডায় সন্ত্রাসীর গুলিতে তিন বাংলাদেশী আহত; ১ জন আশংকাজনক

কানাডার টরন্টো সিটির বাংলাদেশি অধ্যুষিত রিজেন্ট পার্ক এলাকায় গতকাল রাত সন্ত্রাসীদের গুলিতে তিন বাংলাদেশি আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে
এই হামলার ঘটনা ঘটে।
জানা যায়, গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরন্টো’র সহ-সভাপতি আনাই মিয়া, মারহাবা গ্রোসারির মোঃ আব্দুল মুমিন, সুলতান আহমদ চৌধুরী এবং মোঃ আব্দুস ছত্তার ডানডাস স্ট্রিট এবং রিজেন্ট পার্ক বোলেভার্ড সংলগ্ন একটি কফি শপ থেকে কফি কিনে তাদের পার্ক করা গাড়িতে বসে গল্প করছিলেন। হঠাৎ করেই দুইজন বন্দুকধারি তাদেরকে লক্ষ করে এলোপাথারি গুলি ছুড়ে এবং খুবই দ্রুত পালিয়ে যায়।
সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে আহতদের মধ্যে আনাই মিয়ার অবস্থা আশংকাজনক। টরন্টো সেইন্ট মাইকেল হাসপাতালে উনার শরিরে অস্ত্রোপচার চলছে। উনার কোমরে গুলি লেগেছে বলে জানা যায়।
তাছাড়া, হাতে এবং পায়ে গুলিবিদ্ধ মোঃ আব্দুল মুমিন এবং সুলতান আহমদ চৌধুরীর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, উনারা বর্তমানে সানি ব্রুক হসপিটালে চিকিৎসাধীন আছেন। মোঃ আব্দুস ছত্তারের গায়ে কোনও গুলি লাগেনি বলে জানায় পুলিশ।
সিটিনিউজ.সিএ এর বরাতে জানা যায়, দুইজন বন্দুকধারী সন্ত্রাসী গুলি করে দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করে এবং পরবর্তিতে একটি ধুসর টয়োটা রেভ-৪ গাড়িতে করে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে দুস্কৃতিকারিদের মধ্যে একজন লম্বা ও হাল্কা গড়নের। ঘটনার কারন এখন পর্যন্ত জানা যায় নি।
এশিয়াবিডি/ডেস্ক/কামরান

 
			