নাফ নদীতে সাঁতার কেটে আসার সময় কোষ্টগার্ডের জালে ইয়াবা
কক্সবাজার টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে সাঁতার কেটে আসার সময় ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড সদস্যরা।
শুক্রবার গভীর রাতে সাবরাং বড় খাল নামক এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
যার আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকা বলে জানান কোষ্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিনুল হক।
(শুক্রবার) ৫ ফেব্রুয়ারি সকালে সংবাদ সম্মেলনে টেকনাফ কোস্টগার্ড স্টেশনের কর্মকর্তা লে. কমান্ডার সাইয়েদুল মোরসালিন সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে ইয়াবা একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে এমন সংবাদের ভিত্তিতে লেঃ কমান্ডার সাইয়েদুল মোরসালিন এর নেতৃত্বে কোস্ট গার্ডের একটি টহল দল নাফ নদীতে অভিযান চালায়।
এ সময় তাদের পাচারকারী উপস্থিতি টের পেয়ে সাঁতার কেটে আসা দুরবর্তী ঐ ব্যক্তিকে লক্ষ করে টর্চ মারলে পাচারকারী একটি সাদা রংয়ের বস্তা পানিতে ছেড়ে দিয়ে মিয়ানমারের সীমানায় চলে যায়।
পরে বস্তুাটি উদ্ধার করে পলিটিনে মোড়ানো অবস্থায় ১ লক্ষ ৫ হাজার ইয়াবা জব্দ করে কোস্ট গার্ডের সদস্যরা। তিনি আরো জানান জব্দকৃত ইয়াবা আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হবে।
এশিয়াবিডি/কামরান/সানি