আনোয়ারায় ‘আয়া’র বিভিন্ন মানবিক উদ্যোগ
“স্বেচ্ছায় রক্তদান করুন,সামাজিক অঙ্গীকার পালন করুন।”
এই স্লোগানকে সামনে রেখে রায়পুরের এজাহারুল উলুম মাদ্রাসার ৪৬ তম বার্ষিক সভা উপলক্ষে আনোয়ারার সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন আয়া ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ডায়াবেটিস পরীক্ষা ও খৎনা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
আয়া ব্লাড ব্যাংক সভাপতি গোলাম মোস্তফা রেজার সভাপতিত্বে রায়পুর ইয়ুথ ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুল জাব্বারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়া ব্লাড ব্যাংকের প্রধান উপদেষ্টা মোহাম্মদ সাজ্জাদ হোসাইন,আনোয়ারা ইয়ুথ এসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক ও আয়া ব্লাড ব্যাংকের উপদেষ্টা মাহমুদ উল্লাহ মাহমুদ,আয়া ব্লাড ব্যাংকের উপদেষ্টা নাগিব মাহফুজ, জুইদন্ডি ইয়ুথ ক্লাবের সহ-সভাপতি সিরাজুল মোস্তফা সুমন, হাইলধর ইয়ুথ ক্লাবের সহ-সভাপতি মোঃ জাকারিয়া চৌধুরী, বারখাইন ইয়ুথ ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ঈসা খাঁ, বটতলী ইয়ুথ ক্লাবের যুগ্ম সাধারণ হারিস সোহেল, চাতরী ইয়ুথ ক্লাবের যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ বুলবুল, সদর ইউনিয়ন ইয়ুথ ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আয়াত উল্লাহ, বৈরাগ ইয়ুথ ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক এম শাহাদাত, বারশত ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান, বরুমছড়া ইয়ুথ ক্লাবের সহ-সভাপতি মোঃ ইমরান হোসেন রুবেল, আয়া ব্লাড ব্যাংক সদস্য বৃন্দ এবং রায়পুর ইয়ুথ ক্লাবের সকল সদস্যসহ অন্যান্য স্বেচ্ছাসেবকবৃন্দ।
এসময় বিনামূল্যে তিন শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয়, এক শতাধিক ডায়াবেটিস পরীক্ষা এবং চার গরীব অসহায়ের খৎনা সম্পন্ন করা হয়।
এশিয়াবিডি/কামরান/জাহিদ