রাজনগরে প্রথম ভ্যাকসিন নিলেন আ’লীগ সম্পাদক মিলন বখত
মৌলভীবাজারের রাজনগরে কোভিড-১৯ এর প্রথম ভ্যাকসিন নিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউ.পি চেয়ারম্যান মিলন বখত।
রবিবার (৭ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায় রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে স্থাপিত অস্থায়ী টিকাদান বুথে তাকে প্রথম ভ্যাকসিন প্রদানের মাধ্যমে উপজেলা পর্যায়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান খাঁন, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: বর্ণালী দাশ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মিছবাহুদ্দোজা ভেলাই, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, মুন্সীবাজার ইউ.পি চেয়ারম্যান ছালেক আহমদ, জেলা মহিলা যুবলীগের সভাপতি পারভীন বখত,উপজেলা যুবলীগের সভাপতি ময়নু খান, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ফৌজি, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল প্রমুখ।
টিকা গ্রহনের ঘন্টা খানিক পর মিলন বখত জানান, আমার শারীরিকভাবে কোনো সমস্যা হচ্ছেনা। সকল শিক্ষিত ও জ্ঞানীদের প্রতি আমার অনুরোধ আপনারা সবাই মানুষকে উদ্ভোদ্ধ করবেন যে ভ্যাকসিন আসলেই উপকারি। এটা ভয়ের কিছুই না।
এশিয়াবিডি/কামরান/ফুয়াদ