টেকনাফে কোভিড-১৯ টিকাদান শুরু, টিকা দিল পুলিশ


সারা দেশের ন্যায় কক্সবাজারের টেকনাফ উপজেলায় কোভিড-১৯ টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার(৭ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দান কর্মসূচী উদ্বোধন করেন প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক এবং টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, টেকনাফ মডেল থানার ওসি ( তদন্ত) আব্দুল আলিম।

শুরুতে প্রথম টেকনাফ পৌরসভার সহকারী প্রকৌশলি পরাক্রম চাকমা করোনাভাইরাসের টিকা নেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে টিকা প্রদান কার্যক্রম। এরপর একে একে বিজিবি, পুলিশ, সরকারি কর্মকর্তা, সাধারণ জনগণ, স্বাস্থ্য কর্মকর্তাসহ ৫১ জন টিকা গ্রহন করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল জানান, করোনা-১৯ টিকাদান কর্মসূচী শুরু করেছি। সকলে স্বতঃস্ফূর্ত ভাবে নিজ আগ্রহে টিকা নিতে দেখা গেছে। তবে টিকা দেওয়ার নামে কেউ টাকা নেয়ার চিন্তা করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

এশিয়াবিডি/কামরান/আরাফাত সানী
আরও সংবাদ