নিন্দা জানিয়েছে রাজনগর জামায়াত!

মৌলভীবাজারের রাজনগরে আওয়ামিলীগের গ্রুপিং সংঘর্ষের ঘটনায় সংবাদপত্রসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতকে জড়িয়ে আ’লীগ নেতাকর্মীদের বক্তব্য ও মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনগর উপজেলা শাখা।

শুক্রবার (১২ ফেব্রুয়ারী) বিকালে দলটির উপজেলা আমীরের স্বাক্ষরিত একটি প্যাডে এক প্রতিবাদ বিবৃতি প্রেরণ করা হয়।

বিবৃতিতে উপজেলা জামায়াতের আমীর আবুর রাইয়ান উল্লেখ করেন, গত ১১ ফেব্রুয়ারী বৃহষ্পতিবার রাজনগর উপজেলা আওয়ামিলীগের দুই গ্রুপের মধ্যে দলীয় ও ব্যক্তিগত বিরোধের জেরে প্রশাসনের উপস্থিতিতে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় প্রশাসনের লোকজনসহ অনেকে আহত হয়েছে। বিভিন্ন কাজে উপজেলা পরিষদ ও সাব-রেজিষ্ট্রি অফিসে আসা নারী শিশু ও বয়ষ্ক মানুষ সহ শত শত উৎসুক জনতা রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা দেখে হতবিহ্বল ও আতংকিত হয়ে পড়েন। যা অপ্রত্যাশিত ও পরিচ্ছন্ন রাজনীতির অন্তরায়।
ঘটনার পর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদপত্রে জামায়াতের সংশ্লিষ্টতার কথা উল্লেখ করে আওয়ামিলীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য ও মন্তব্য প্রচার করেছেন। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। প্রকৃতপক্ষে এই ঘটনার সাথে জামায়াতের নূন্যতম সম্পর্ক নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামী আদর্শের রাজনীতিতে বিশ্বাসী। অতীতেও জামায়াতে ইসলামী কোন পক্ষকে সহায়তা করা বা কারো পক্ষ অবলম্বন করেনি।

তিনি আরও বলেন, সরকার দলের লোকজন জামায়াতে ইসলামীকে জড়িয়ে দোষারোপ ও মিথ্যা বক্তব্য দেয়ার সংস্কৃতি দীর্ঘদিন ধরে চালিয়ে আসছেন। নিজেদের অভ্যন্তরীণ কোন্দল ও বিরোধকে গোপন রাখতে জামায়াতে ইসলামীকে জড়ানো ক্ষমতাসীন দলের অভ্যাসে পরিণত হয়েছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

উল্লেখ্য, গতকাল বৃহষ্পতিবার রাজনগরে একটি মিছিলকে কেন্দ্র করে আ’লীগের দুই গ্রুপে ব্যাপক সংঘর্ষ হয়। এসময় পুলিশ সহ প্রায় ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ফাকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই ঘটনায় রাজনগর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মিলন বখত জামায়াত বিএনপিকে জড়িয়ে গণমাধ্যমের কাছে বক্তব্য দেন। তিনি বলেন জামায়াত বিএনপির সহায়তায় উপজেলা চেয়ারম্যান তাদের উপর হামলা চালায়।
পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই জামায়াতে ইসলামীকে জড়িয়ে মিথ্যা মন্তব্য করছে বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনগর উপজেলা শাখা।

এশিয়াবিডি/প্রেস রিলিজ

আরও সংবাদ