আনোয়ারায় গাছের চারা বিতরণ
মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নির্দেশে আনোয়ারা উপজেলা পরিষদের পক্ষ থেকে চার হাজার সৌন্দর্যবর্ধনকারী এবং বিরল প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
রবিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১২টায় উপজেলা প্রাঙ্গণে এ কর্মসূচি উদ্বোধনীকালে সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের হাতে গাছের চারা তুলে দেয়া হয়।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ ।
এই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, ইউপি চেয়ারম্যান জানে আলম , এম এ কাইয়ুম শাহ , মোহাম্মদ ইয়াছিন হিরু, অসীম কুমার দেব, শাহদাত হোসেন চৌধুরী।
এশিয়াবিডি/কামরান/জাহিদ