রাজনগরে ১৪২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার একজন

মৌলভীবাজারের রাজনগরে গোপন সংবাদের ভিত্তিতে ১৪২ পিস ইয়াবা সহ একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রবিবার (১৪ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায় এসআই সিদ্ধার্থ শেখর ঘোষ, এসআই সোলেমান ও এএসআই ওয়াসিম রাজনগর উপজেলার ৪নং পাঁচগাও ইউনিয়নের পশ্চিম বাগ গ্রামের মৃত আনা মিয়ার ছেলে তোফায়েল আহমেদ তুলুর(৩৬) বাড়ি থেকে উদ্ধার করেন।
থানা সূত্রে জানা যায়, আসামী নিজ মুখে স্বীকার করেছে সে আগে থেকেও মাদক গ্রহণ করতো এবং মাজে মধ্যে বিক্রিও করতো।
এবিষয়ে রাজনগর থানার এস আই সুলেমান বলেন, মাদকাসক্ত আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং ইতিমধ্যে তাকে চালান করে দেয়া হয়েছে। এর আগেও একবার তার বিরুদ্ধে মাদক মামলা হয়েছে।
এশিয়াবিডি/ডেস্ক/কামরান

 
			