প্রতিষ্ঠা বার্ষিকীতে তালামীযের বর্ণাঢ্য র্যালি
আজ তালামীযের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী
প্রখ্যাত ওলী আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর প্রতিষ্ঠিত ছাত্রসংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
তালামীযের সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে সিলেট ল’ কলেজ এর সামন থেকে র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হযরত শাহজালাল (র.) এর মাজার প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সিলেট পশ্চিম জেলা সভাপতি শেখ আলী হায়দারের সভাপতিত্বে ও মহানগরীর সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন এর পরিচালনায় র্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হুমায়ূনুর রহমান লেখন, সিলেট পূর্ব জেলা সভাপতি কামাল উদ্দিন এর শুভেচ্ছা বক্তব্যের মধ্যদিয়ে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন মাহবুবুর রহমান, সিলেট মহানগরীর সাবেক সভাপতি মাওলানা এনাম উদ্দিন আহমদ, সিলেট পূর্ব জেলার সাবেক সভাপতি মাওলানা সাদ উদ্দিন, শাবিপ্রবি সভাপতি মনজুরুল করিম মহসিন, সাধারণ সম্পাদক রেদওয়ানুল হক শিমুল ও বাহরাইন আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক শিপন আহমদ।
এতে আরো উপস্থিত ছিলেন, সিলেট পশ্চিম জেলার সহ-সভাপতি মুহাম্মদ আবুল কাশেম, মহানগরীর সহ সভাপতি আব্দুস সামাদ আজাদ, পূর্ব জেলার সহ সভাপতি ইসলাম উদ্দিন চৌধুরী, সিলেট পশ্চিম জেলার সাধারণ সম্পাদক কবির আহমদ,পূর্ব জেলার সহ-সাধারণ সম্পাদক রুহুল হুদা চৌধুরী, পশ্চিম জেলার সাংগঠনিক সম্পাদক কুতুব আল ফরহাদ, মহানগরীর সাংগঠনিক সম্পাদক মারুফ আহমদ ও পশ্চিম জেলার অফিস সম্পাদক শেখ রেদওয়ান হোসেন প্রমুখ।
এশিয়াবিডি/শেখ/কেকে/ মুবিন