একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি আনোয়ারা প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি। অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে আনোয়ারা প্রেস ক্লাবের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পার্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন আনোয়ারা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।
সেই সাথে গভীর শ্রদ্ধার সাথে সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি ১৯৪৮ সালে মাতৃভাষার দাবিতে গঠিত ‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’-এর নেতৃত্ব দেন এবং কারাবরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি আবদুল নুর চৌধুরী, সাধারণ সম্পাদক এস এম সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম (দৈনিক আমাদের বাংলা), সহ-সভাপতি মোঃ বদরুল হক (দৈনিক যুগান্তর), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমরানুল হক চৌধুরী (দৈনিক জনকণ্ঠ), সাংগঠনিক সম্পাদক এনামুল হক নাবিদ (দৈনিক মানবজমিন), অর্থ সম্পাদক ওসমান গণি ( দৈনিক লাখোকন্ঠ), অফিস ও দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম ( দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ), প্রচার ও প্রকাশনা সম্পাদক জাবেদুল ইসলাম ( দৈনিক ভোরের দর্পন), পাঠাগার সম্পাদক রিয়াদ হোসেন (চট্টগ্রাম নিউজ) , তথ্য ও প্রযুক্তি সম্পাদক জাহিদ হাসান হৃদয় ( দৈনিক সংবাদ সারাবেলা), মোঃ খোরশেদ (প্রাইভেট ডিটেকটিভ), শেখ আব্দুল্লাহ ( দৈনিক বর্তমান), মোঃ জামশেদ ( আমাদের আনোয়ারা), মোঃ আলবীন (দৈনিক একুশে সংবাদ) , কে এম হাছান- (দৈনিক ঢাকা টাইমস), আনোয়ার হোসেন (ডেইলি ট্রাইবুনাল) সহ প্রমুখ।
এশিয়াবিডি/ ডেস্ক/ জাহিদ