রাজনগরের বর্ষিয়ান রাজনীতিবিদ আছকির খানের ইন্তেকাল

মৌলভীবাজারের রাজনগর উপ‌জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আছকির খান ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহী,,,,,রাজিউন)

শুক্রবার (২৫ ফেব্রুয়ারী) রআত সাড়ে নয়টায় নিজ বা‌ড়ি‌তেই তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। বর্ষীয়ান এই রাজনীতিবিদের নিজ বাড়ি রাজনগর উপজেলার কর্নিগ্রামে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তি‌নি সর্বপ্রথম মাধ্যমিক বিদ্যালয়ে পড়ালেখা করা অবস্থায় ছাত্রলীগের নেতা ছিলেন। এরপর স্বাধীনতা পরবর্তী সময় ১৯৭৪ সাল থেকে বঙ্গবন্ধুর কাছে থেকে যুবক বয়সে সরাসরি রাজনগর উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান।

এরপর থেকে বিভিন্ন সময়ের রাজনৈতিক জীবনের নানা বাধাবিপত্তি পেরিয়ে টানা ৪৫ বছর রাজনগর উপজেলা আওয়ামিলীগের দায়িত্ব পালন করেন। ২০২০ সালের উপজেলা আওয়ামীলীগের সম্মেলনের মাধ্যমে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নেন।

বঙ্গবন্ধুর ডাকে ৬৯ এর গণঅভ্যুত্থান, ৭১ সালের স্বাধীনতা সংগ্রামে তিনি ঝাপিয়ে পড়েন। যুদ্ধাবস্থায় তার পাশে বোমা বিস্ফোরণের ফলে তার একটি কান দূর্বল হয়ে যায়। ৭৫ এর পরবর্তী সময়ে যখন আওয়ামীলীগের দূর্দিন চলছিল। তখন আছকির খান দলকে সংগঠিত করার জন্য সামনের সারিতে থেকে কাজ করেন। ৯০ এর স্বৈরাচার বিরোধী আনদোলনেও তিনি ব্যাপক ভূমিকা রাখেন। দেশের নানা আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার কারণে বিভিন্ন সময় তাকে কারাবরণ করতে হয়।

বীর মুক্তিযোদ্ধা আছকির খান ছিলেন প্র‍য়াত সাবেক সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী এমপির ঘনিষ্ঠ সহচর। ২০১৪ সালে তিনি রাজনগর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। এসময় রাজনগর উপজেলার চা শ্রমিকদের জীবনমানের উন্নয়নের লক্ষ্যে তৎক্ষালীন সমাজকল্যাণ মন্ত্রীর সহযোগিতায় বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করে দেন। একজন স্বচ্ছ রাজনীতিবিদ হিসেবে তিনি বিভিন্ন বিরোধী মতাদর্শের রাজনীতিবিদদের কাছে প্রশংসিত ছিলেন সবসময়।

সদালাপী, হাস্যজ্জল, অত্যন্ত বিনয়ী আছকির খানের মৃত্যু‌তে রাজনগর উপজেলায় শো‌কের ছায়া নে‌মে এ‌সে‌ছে। মৃত্যুকা‌লে স্ত্রী, ছয় সন্তান ও নাতী-নাতনী সহ অসংখ্য আত্মীয়স্বজন রে‌খে গে‌ছেন।

তার নামাজের জানাযা কর্নিগ্রাম বাজারের পাশে প্রাইমারি স্কুল সংলগ্ন মাঠে বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে।

এশিয়াবিডি/ ডেস্ক/ মুবিন

আরও সংবাদ