কবিতাঃ বসন্তে তুমি ক্লান্ত

বসন্তে তুমি ক্লান্ত

সৈয়দ ফুয়াদ হোসেন

বছর ঘুরিয়া আসে
বহু স্মৃতি মনে ভাসে,
তুমি কখনও হাসো
কখনও কাঁদো।

কাহারও আচরণে তিক্ত
কাহারও আচরণে মুগ্ধ,
বসন্তে অনেকেই অতীত
অনেকের কাছে হয়েছ পতিত।

মনে গাঁথা কথা গুলো
জাগে তিমির রাত্রিতে,
তোমার বালিশ ভিজে
দুই নয়নের জলেতে।

কত বসন্ত পেরিয়েছে
নতুন এসেছে গো কত!
এতো বসন্তে কেঁদে কেঁদে
এই বসন্তে তুমি ক্লান্ত।

এশিয়াবিডি/ডেস্ক/কামরান
আরও সংবাদ