কোষ্টগার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ আটক ৫, ট্রলার জব্দ


দেশের একমাত্র প্রবাল দ্বীপ টেকনাফ সেন্টমার্টিনের অদূরে লাইট হাউজ হতে ৪ নটিক্যাল মাইল উত্তর পূর্ব দিকে সমুদ্রে অভিযান পরিচালনা করে একটি সন্দেহজনক ফিশিং ট্রলার থেকে ৩০ হাজার পিস ইয়াবাসহ ৫ জন মাদক পাচারকারিসহ একটি কাঠের ট্রলার জব্দ করেছে সেন্টমার্টিন কোস্টগার্ড।

৮ মার্চ (সোমবার) দুপুরে শাহপরীর দ্বীপের নাফ নদীর মোহনা হতে বাংলাদেশে প্রবেশের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে লেঃ এম আরিফুজ্জামান রনি,(এক্স) বিএন স্টেশন কমান্ডার সেন্টমার্টিন এর নেতৃত্বে ৪ সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে তাদের আটক করেন।

আটক কৃতরা হলেন, সাবরাং ইউনিয়ের শাপরীর দ্বীপ এলাকার মৃত নুর আহমদের পুত্র নুরুল আমিন (৫০), কালা মিয়ার পুত্র আব্দুল কুদ্দুস (৪০), ফরিদ আহমেদের পুত্র করিম মোল্লা (২৫), ফরেছ এর পুত্র ওমর ফারুক (২২), এবং ডংগার পাড়ার আমিনের পুত্র সানাম উল্লাহ (৩০)।

তাদের পরবর্তী আইনানুগ কার্যক্রম শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

এশিয়াবিডি/কেকে/আরাফাত সানী
আরও সংবাদ