আরব আমিরাতে আগামীকাল বুধবার পবিত্র শবে মেরাজ


সংযুক্ত আরব আমিরাতে বুধবার পবিত্র লাইলাতুল মেরাজ (শবে মেরাজ) উদযাপিত হবে। মঙ্গলবার সূর্যাস্তের পর থেকে বুধবার ভোর পর্যন্ত শবে মেরাজের রাত হিসেবে গণ্য হবে

পবিত্র লাইলাতুল মেরাজ বুধবার হলেও আমিরাতের ফেডারেল গর্ভমেন্ট সব সরকারি ও বেসরকারি কর্মীদের জন্য বৃহস্পতিবার ছুটির দিন ঘোষণা করেছে।
উল্লেখ্য, পবিত্র শবে মেরাজে তথা রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাতে আমাদের মহানবী (সা.) আল্লাহর সান্নিধ্য লাভ করেন। এ দিনটিকে স্বরণীয় করে রাখতে আমিরাত সরকার প্রতি বছর ২৭ রজবকে মেরাজুন্নবী (সা.) হিসেবে জাতীয় ছুটি ঘোষণা করেন।

দিনটি উপলক্ষে মঙ্গলবার দিবাগত রাতে বিশ্বের অন্যান্য দেশের মতো আমিরাতেও ধর্মপ্রাণ মুসলমানরা বিশেষ পুণ্যলাভের আশায় মিলাদ-মাহফিল, নফল নামাজ আদায়, জিকির ও কোরআন তেলাওয়াত করবেন।

এশিয়াবিডি/কামরান/শেখ
আরও সংবাদ