উপজেলা আ’লীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আছকির খানের স্মরণ সভা অনুষ্ঠিত


রাজনগর উপজেলা আওয়ামীলীগের ৪৫ বছরের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজকের খানের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শাহজাহান খানের আয়োজনে রাজনগরের একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা চেয়ারম্যান শাহজাহান খানের সভাপতিত্বে টেংরা ইউনিয়নের চেয়ারম্যান টিপু খানের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন রাজনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার সুজন চক্রবর্তী, রাজনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মনসুরনগর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সাদিকুর রহমান, মুক্তিযোদ্ধা আজকের খানের তনয় রাসেল খান, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজর আলী, মনসুরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর নুর গুলু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কয়েস আহমদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ, কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াজ খান, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব নান্নু আহমদ প্রমুখ।
প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ৪৫ বছর ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা আছকির খানের স্মরণ সভায় বক্তারা বলেন, প্রায়ত আছকির খান ছাত্রলীগ থেকে বঙ্গবন্ধুর হাত ধরে সরাসরি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধারে তিনি ৪৫ বছর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। আজকের খান এমন এক নেতা ছিলেন যার হাত ধরে বর্তমান সময়ের আওয়ামী লীগের অনেক নেতাই আওয়ামী লীগে যোগদান করেছেন। তিনি কখনোই নিজের স্বার্থে রাজনীতি করেননি। এর প্রয়োজনে খেয়ে না খেয়ে তিনি রাজনীতির মাঠে পড়ে থাকতেন। ৩০-৩৫ বছর আগে যখন যোগাযোগ ব্যবস্থা ছিল ভঙ্গুর রাস্তাঘাট ছিলনা তখন পায়ে হেঁটে বাইসাইকেল চালিয়ে তিনি রাজনীতি করেছেন। ভাবে দলের প্রয়োজনে নিজের জীবনের মূল্যবান সময় ব্যয় করেছেন। বর্তমান প্রজন্ম যদি তার মত প্রথিতযশা রাজনীতিবিদের জীবন থেকে শিক্ষা গ্রহণ না করে তাহলে এরা কখনোই প্রকৃত রাজনীতিবিদ হতে পারবে না। পারবেনা দেশের মানুষের কল্যাণে কাজ করতে। তাই তাকে রাজনৈতিক আইডল মনে করে তার জীবন থেকে শিক্ষা নিয়ে রাজনীতির মাঠে নিজেকে পরিপক্ক হিসেবে গড়ে তুলতে হবে।

এশিয়াবিডি/কামরান/এআরএস
আরও সংবাদ