বড়লেখায় তরুণদের প্রচেষ্টায় গড়ে উঠলো উন্মুক্ত পাঠাগার


সবাইকে বইয়ের প্রতি যত্নশীল করা ও জ্ঞানের আলোয় আলোকিত করার লক্ষ্যে একদল তরুনদের প্রচেষ্টায় বড়লেখায় গঠিত হলো এম. এম. সি উন্মুক্ত পাঠাগার।

শুক্রবার (২৬ মার্চ) দুপুরে দাসের বাজারে কেক কেটে উন্মুক্ত পাঠাগারের শুভ উদ্ভোধন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন এসময় উপস্থিত ছিলেন রহমানিয়া বই ঘরের প্রযোজক আমিনুল ইসলাম এবং এম.এম.সি পরিবারের সদস্য পুলক মল্লিক, মুজিবুল হক, সানি আহমেদ, সুমিত দাস, মাহবুব হুসাইন, সৌরভ দাস।

নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এবং স্বাক্ষর দিয়ে সাত দিনের জন্য একটি বই সংগ্রহ করতে পারবেন প্রত্যেকেই। মোটামুটি সব জনপ্রিয় বই আছে। তাছাড়া আছে কিছু চাকরীর বইও।

পাঠাগারের ঠিকানাঃ রহমানিয়া লাইব্রেরী,স্কুল রোড, দাসের বাজার, বড়লেখা।

সদস্য মুজিবুল ইসলাম বলেন, ভালো বই পড়া মানে গত শতাব্দীর সেরা মানুষদের সাথে কথা বলা। বই পড়ে যাতে সবাই জ্ঞানের আলোয় আলোকিত হতে পারে তাই আমাদের এই উদ্যোগ।

সভাপতি পুলক মল্লিক বলেন, বর্তমান পরিস্থিতিতে খুব স্বল্প পরিসরেই এম.এম.সি পরিবার নিয়ে উদ্ভোধন করা হয় আমাদের এই উন্মুক্ত পাঠাগার। এখান থেকে জ্ঞান পিপাসু মানুষ কিছু ব্যক্তিগত তথ্য দিয়ে খুব সহজে তার পছন্দনীয় বই সংগ্রহ করতে পারবেন ।

এশিয়াবিডি/ডেস্ক/কামরান
আরও সংবাদ