মৌলভীবাজারে হেফাজতের বিক্ষোভ মিছিল


দেশ প্রেমিক তাওহিদী জনতা মোদি বিরোধী স্বতঃস্ফূর্ত আন্দোলনে সন্ত্রাসী হামলায় কয়েকজন শাহাদাত এর প্রতিবাদে মৌলভীবাজারে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শনিবার (২৭ মার্চ) বাদ আছর শহরের দেওয়ানী মসজিদের সামনে থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়।

কোর্ট রোড হয়ে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

মাওঃ শাহ মিছবাহ এর পরিচালনায় বক্তব্য রাখেন হেফাজত নেতা ইসলাম উদ্দিন, মাঃ এহসান জাকারিয়া, কেন্দ্রীয় সদস্য মাওঃ জামিল আহমদ আনসারি।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সরাকারের কাছে প্রশ্ন নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে দেশে আলেম ওলামা শহীদ কেনো। হাজার হাজার ভাই, ছাত্র-জনতা আঘাতপ্রাপ্ত কেন? গতকালকের এই ন্যাক্কারজনক ঘটনায় পরিষ্কার বোঝা যায় আপনি বাংলাদেশের জনগণের সরকার নয়। আর এদেশে থাকতে হলে বাংলাদেশের সরকার হয়ে থাকতে হবে।

আগামীকাল রোববার সারাদেশের মতো মৌলভীবাজারেও শান্তিপূর্ণ হরতাল কর্মসূচী পালন করার আহ্বান জানান বক্তারা।

এশিয়াবিডি/ডেস্ক/কামরান
আরও সংবাদ