“নিরিহ মুসল্লিদের উপর হামলা বন্ধ করুন”
স্পেনে অবস্থানরত বাংলাদেশী আলেম ওলামার নিন্দা
বাংলাদেশে আলেম উলামা ও বায়তুল মোকাররম মসজিদে হামলার নিন্দা জানিয়েছে স্পেনের বার্সেলোনায় বাংলাদেশী ইসলামী সংগঠন সিরাতে মুস্তাক্বীম।
শনিবার (২৭ মার্চ) বিকেলে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপনে ভারতের বিতর্কিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মুদির আগমনের শান্তিপূর্ণ প্রতিবাদে নিরিহ মুসল্লিদের উপর হামলা ও পরিকল্পিত ভাবে মুসল্লি হত্যার প্রতিবাদে এই সভার আয়েজন করা হয়।
মাওলানা আব্দুল আহাদের সভাপতিত্বে সভায় সভায় বক্তব্য রাখেন সিরাতে মুস্তাক্বীমের কেন্দ্রীয় আহলে শুরা মাওলানা ইলিয়াছ আহমদ, আহনে হাফিজ মাওলানা আব্দুল কাদির আল মাহদি, মাওলানা আব্দুল মালিক, হাফিজ মাওলানা মাসউদ আহমদ, মাওলানা জাহেদ আহমদ।
এ ছাড়া আরও উপস্তিত ছিলেন দারুল আমাল মসজিদ কমিটির জিম্মাদ্বার আহলে শুরা মাসরুর আহমদ, হাফিজ জুবায়ের আহমদ, কমিউনিটি নেতা মনির আহমদ, নাহিদ আহমদ প্রমুখ।
সভায় বক্তার বলেন একটি দেশের স্বাধীনতা দিবসে এমন নক্কারজনক ও কলঙ্কিত হামলা, জুলুম, অত্যাচার ইতিহাসে পাওয়া যায় না। আমরা স্পেন থেকে বাংলাদেশের সাধারণ জনগন সহ আলেম উলামার উপর এমন হামলায় সহমর্মিতা পোষণ করছি।
এশিয়াবিডি/কেকে/এমকে