রাজনগরে লকডাউন বিরোধী মিছিল
লকডাউনের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজারের সাধারণ ব্যবসায়ীরা। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দাবি জানান তারা।
মঙ্গলবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় মৌলভীবাজার-সিলেট মহাসড়কের মুন্সিবাজারে এ মিছিল করে ব্যবসায়ীরা। এই মিছিল বের করে পুরো বাজার দুই বার প্রদক্ষিণ করা হয়।
ব্যবসায়ীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬ টার সময় মুন্সিবাজারে মোবাইল কোর্ট এসে অভিযান পরিচালনা করে। লকডাউনে ব্যাংক, বীমা অফিস খোলা, গাড়ি চলছে। কিন্তু শুধুমাত্র আমাদের সাধারণ ব্যবসায়ীদের দোকানপাট কেন বন্ধ থাকবে? আমরা চাই স্বাস্থ্যবিধি মেনে আমাদের দোকান-পাট খোলা রাখার সুযোগ দেওয়া হোক।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েজন ব্যবসায়ী বলেন, পুলিশের লোকেরা প্রতিদিন সন্ধ্যায় আমাদের দোকানে বাড়াবাড়ি করে, বাইরের কিছু জিনিসপত্র এলোমেলো করে দেয়। তাই আমরা অতিষ্ঠ হয়ে এর প্রতিবাদ করি।
মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান ছালেক মিয়া বলেন, ‘আমি এ বিষয়ে কিচ্ছু জানিনা।’
এবিষয়ে মুন্সিবাজার বণিক সমিতির সভাপতি ছাতির মিয়া বলেন, ‘আমি এ বিষয়ে অবগত নই। আমাকে কেউ এ বিষয়ে জানায় নি।’
রাজনগর থানার অফিসার ইনচার্জ আবুল হাসেম এশিয়াবিডিকে বলেন, ‘এই মিছিলে শুধু ব্যাবসায়ীরা নয়, এখানে জামায়াত-হেফাজতের হাত রয়েছে। আমি দেখেছি এখানে ব্যাবসায়ী ছাড়াও কিছু লোক ছিলো।’
এশিয়াবিডি/ডেস্ক/এসকে