রাজনগরে রক্তদান ফাউন্ডেশনের কার্যকরি কমিটি গঠন

“রক্ত দিন, জীবন বাঁচান” স্লোগানকে সামনে রেখে রাজনগরের মুন্সিবাজারে ‘মুন্সিবাজার রক্তদান ফাউন্ডেশন’ এর ২০২১-২২ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২১ এপ্রিল) রাত সাড়ে ৯ টায় ৩ নং মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান সালেক মিয়ার অনুমোদনে ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নব গঠিত কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ, সহ সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন আহমেদ, সদস্য ছুফি মিয়া ও লালা মিয়া।
প্রতিষ্ঠাতা সভাপতি মামুনুর রশিদ মামুন বলেন, যারা কমিটিতে আছেন তারা সবাই স্বেচ্ছায় রক্তদান করবেন বলে আশ্বাস দিয়েছেন। আমরা আমাদের মুন্সিবাজারের একটা মানুষকে রক্তের অভাবে মরতে দেবো না। এই কমিটি শুধু মুন্সিবাজারের মানুষের কল্যানে কাজ করবে না। বরং বাংলাদেশের যে কারো রক্তের প্রয়োজন হলে আমরা রক্ত দিতে প্রস্তুত।
এশিয়াবিডি/ডেস্ক/কামরান
