রাজনগরে তেলিজুরী প্রবাস-দেশ হোয়াটসঅ্যাপ গ্রুফের ইফতার সামগ্রী বিতরণ


রাজনগর উপজেলার তেলিজুরী গ্রামের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী ও দেশি সহযোগী সদস্যবৃন্দদের নিয়ে সংঘবদ্ধ প্লাটফর্ম “তেলিজুরী প্রবাসে-দেশে হোয়াটসঅ্যাপ গ্রুফ”র প্রবাসীদের অর্থায়নে স্বাস্থ্যবিধি মেনে তেলিজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত গ্রামের অস্বচ্ছল ও কর্মবিমুখ প্রায় ১২০টির মতো পরিবারকে ইফতার সামগ্রীর বিভিন্ন দ্রব্যাদি প্রদান করা হয়েছে।

শনিবার দুপুর ২ ঘটিকরা সময় মাওলানা সুলেমান বখ্স এর সার্বিক পরিচালনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফজির আলী মাষ্টার ও প্রবাসী গ্রুফের প্রধান উপদেষ্টা জনাব ইমরান বখ্স এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোবায়ের আহমেদ চৌধুরী, মসুদ মিয়া,মুতলিব মিয়া, মোহাম্মদ ইউনুস, হামিদুর রহমান, মাছুমুর রহমান, মাহবুবুর রহমান, রয়েল আহমেদ প্রমূখ।

পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়ে গ্রামের সকল প্রবাসীদের দীর্ঘায়ু কামনায় দোয়ার মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এসময় বক্তারা রমজানের ফযিলত, এবং গরীব দুখী মানুষের উন্নয়নে কাজ করার সুফল সম্পর্কে আলোচনা করেন।
উল্লেখ প্রবাসী ওয়ার্টাস গ্রুফ প্রতিবছরে বিভিন্ন সময়ে এলাকার মানুষদের সাহায্য করে থাকেন।

প্রতি পকেটে রমজান সামগ্রীতে ৫ কেজি চাল, ৩ কেজি পেঁয়াজ, ৩কেজি আলু, ২লিটার তেল, ১কেজি ডাল, ১ কেজি চানার ডাল, ১কেজি লবণ, ১ কেজি আটা, ১পকেট টেঙ্ক ও সেইফটির জন্য মাস্ক বিতরণ করেন।

এশিয়াবিডি/ডেস্ক/কামরান
আরও সংবাদ