রাজনগরে গৃহবধূর মৃতদেহ উদ্ধার
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ এপ্রিল) সকাল ১১ টার দিকে উপজেলার উওরভাগ এলাকায় রাবেয়া নামক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়। গৃহবধু উওরভাগ এলাকার হায়পুর গ্রামের প্রবাসী শরিফ মিয়ার স্ত্রী। তার দুটি বাচ্চা রয়েছে।
পারিবারিক কলহের জের ধরে প্রবাসীর স্ত্রী রাবেয়া বেগম (২৫) গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছেন বলে প্রাথমিক ধারনা করছে পুলিশ।
রাজনগর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আবুল হাসিম জানান, সকালে পরিবারের লোকজন রাবেয়ার কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে দেখতে পায় সে ঘড়ের আড়ার সাথে রশি লাগিয়ে ঝুলে আছে। প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে পারিবারিক কলেহের জের ধরে রাবেয়া আত্নহত্যা করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।
এশিয়াবিডি/ডেস্ক/কামরান